Iran Israel War: ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই এই সংঘাতের প্রভাব পড়েছে, আর সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে অপরিশোধিত তেলের দামের উপর। টানা দু-দিন ধরেই এই অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবারও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) বেড়ে চলেছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছিল ৫ শতাংশ আর বুধবার অর্থাৎ গতকাল এই দাম ১.৫-২ শতাংশ বাড়তে দেখা গিয়েছিল। আজও এই দাম বাড়ার ধারা বজায় আছে। ইরান থেকেই যেহেতু সারা বিশ্বের এক-তৃতীয়াংশ তেল (Petrol Diesel Price) সরবরাহ করা হয়, তাই এই যুদ্ধের প্রভাবে তেল (Petrol Rate Today) উৎপাদন ও সরবরাহে ভাটা পড়তে পারে।
আজ অপরিশোধিত তেলের দাম কত চলছে
আজ যদি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে ব্রেন্ট ক্রুড তেলের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক থেকে ১.০১ শতাংশ দাম বেড়েছে আজ, ব্যারেলে দাম হয়েছে ৭৪.৬৫ ডলার। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দামও ১.১৪ শতাংশ বেড়ে আজ হয়েছে ব্যারেল প্রতি ৭০.৯০ ডলার। ফলে বোঝাই যাচ্ছে ৭৫ ডলারের কাছাকাছি চলে যেতে পারে এখন এই তেলের দাম। প্রভাব পড়তে পারে দেশের পেট্রোল ডিজেলের দামেও।
ভারতে কী প্রভাব পড়বে
গতকাল বুধবার গান্ধী জয়ন্তীর কারণে স্টক মার্কেট বন্ধ ছিল ভারতে। আজ বাজার খুলেছে আবার। আর এরই মধ্যে ইরান ইজরায়েলের যুদ্ধের প্রভাবে বাজারে নেমেছে ধস। সকালে বাজার খুলতেই সূচক ভেঙেছে। একইভাবে দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির স্টকের দামেও আজ বদল এসেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কিংবা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ারে কী প্রভাব পড়ে সেটাই দেখার।
আজ ভারতের মহানগরগুলিতে কী দাম চলছে পেট্রোল ডিজেলের
আজকের পেট্রোল ডিজেলের দামের দিকে তাকালে লক্ষ করা যাবে যে দেশের চারটি প্রধান শহরে দামে সেভাবে কোনও হেরফের ঘটেনি। রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটারে ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম ৮৭.৬২ টাকা লিটারে। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৩.৪৪ টাকা, ডিজেলের দাম লিটারে ৮৯.৯৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ১০৪.৯৫ টাকা, ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। চেন্নাইতেও আজ হেরফের নেই, এখানে পেট্রোলের দাম লিটারে ১০০.৭৫ টাকা আর ডিজেলের দাম ৯২.৩৪ টাকা লিটারে। পেট্রোল ডিজেলের দামে সেভাবে কোনও প্রভাব এখনও লক্ষ করা যাচ্ছে না।
আরও পড়ুন: KRN IPO: ২০০ বারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে, লিস্টিংয়ে আজ দুরন্ত লাভ দিতে পারে এই আইপিও