Windfall Tax in India: দেশে আভ্যন্তরীণভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের (Crude Oil) উপর কর কমাল কেন্দ্র সরকার। ফের একবার কমে গেল উইন্ডফল ট্যাক্স। এখন এই করের পরিমাণ প্রতি টনে ২১০০ টাকা স্থির হয়েছে। এতদিন পর্যন্ত টন পিছু ৪৬০০ টাকা করে এই কর আদায় করা হত। তবে ডিজেল (Petrol Diesel Price) ও এভিয়েশন টারবাইন ফুয়েল রপ্তানির জন্য কোনও শুল্ক (Windfall Tax) ধার্য করেনি। এই নিয়ে পরপর দ্বিতীয়বার অপরিশোধিত তেলের উপর এই উইন্ডফল ট্যাক্স কমানো হল।


৩১ জুলাই টন প্রতি এই করের পরিমাণ ৭ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৬০০ টাকা করা হয়। অর্থাৎ এই করের পরিমাণ প্রায় ৩৪ শতাংশ কমানো হয়েছে। তবে ডিজেল ও এটিএফের উপর কর শূন্যই রাখা হয়েছিল। ডিজেল, পেট্রোল এবং এটিএফ রপ্তানির উপর দেশের তেল পরিশোধক সংস্থাগুলিকে যে ছাড় দেওয়া হচ্ছে তা ভবিষ্যতেও বহাল থাকবে বলে জানা গিয়েছে। যে সমস্ত সংস্থা মুনাফার জন্য দেশের বাইরে পরিশোধিত তেল পেট্রোল ডিজেল বা এটিএফ রফতানি করে তাদের জন্য এই খবর খুশির, কারণ এতে তাদের মুনাফা আরও বেশি হবে।  


২০২২ সালের জুলাই মাসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই উইন্ডফল ট্যাক্স চালু করা হয়। প্রাথমিকভাবে তা শুধু দেশের তেল উৎপাদনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তবে এর পর এই কর পেট্রোল, ডিজেল ও এটিএফ রফতানিকারকদের উপরেও আরোপ করা হয়। সরকারের উদ্দেশ্য ছিল যাতে বেসরকারি তেল বিপণনকারীরা দেশের বাজারেই তেল সরবরাহ করে। বিদেশে উচ্চমূল্যে জ্বালানি বিক্রির থেকেও দেশের বাজারে বিক্রিকে প্রাধান্য দেয়।


আন্তর্জাতিক অপরিশোধিত তেল এবং পণ্যের দামের উপর ভিত্তি করে প্রতি পাক্ষিকে এই উইন্ডফল ট্যাক্স বদল করা হয়। যখন কোনও শিল্প বড় অঙ্কের মুনাফা লাভ করে, তখন সরকার উইন্ডফল ট্যাক্স আরোপ করে। ইতিমধ্যে চিনের তরফ থেকে চাহিদা কমেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে এখন ট্রেড করছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mukesh Ambani Family Income: বছরে কত আয় করে মুকেশ অম্বানির পরিবার, জানলে চমকে যাবেন !