আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে, শনি-রবি-সোম ৩ দিন রাজ্য় জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। শুক্রবার নিজেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মেডিক্য়াল কলেজে তাণ্ডবের নেপথ্য়ে যখন সিপিএম-বিজেপি-কংগ্রেস একযোগে তৃণমূলের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে, তথ্য় প্রমাণ লোপাট করতেই হামলা চালানো হয়েছিল,  তখন পাল্টা বিজেপি-সিপিএমের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে। 


১৪ অগাস্ট রাত ছিল মেয়েদের রাত -দখলের। কোনও রাজনৈতিক দলের পতাকা ব্যবহার না করেই পথে নামেন লাখো মানুষ। রাজপথ চলে যায় মেয়েদের দখলে। পথ থেকে আওয়াজ তুলে চাওয়া হয় বিচার ! এরই মধ্যে পুরো ফোকাস ঘুরে যায় আর জি করের দিকে। সেখানে হঠাৎ ব্যারিকেড ভেঙে দলে দলে লোক জন ঢুকে পড়েন হাসপাতালে। বেশ কিছুক্ষণ ধরে কার্যত তাণ্ডব চালায় তারা। কার্যত ধ্বংসলীলা চলে। আক্রান্ত হয় পুলিশ। আক্রমণের শিকার হয় সংবাদমাধ্যম। সেদিনের ঘটনা কারা ঘটাল ? এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। একদিকে যখন সিপিএম-বিজেপি-কংগ্রেস সকলেই দাবি করেছে, প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতী ঢুকিয়ে দেওয়া হয়েছিল আরজি করে, তখনই পাল্টা তাদের দিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, বাম - বিজেপিই নাকি প্রমাণ লোপাটের চেষ্টায় এই কাজ করে। ডিওয়াইএফআই এর পতাকা হাতে তাণ্ডব করেছে সিপিএম। আর বিজেপির হাতে ছিল জাতীয় পতাকা।


এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি ডিওয়াইএফআই বা বিজেপি। DYFI  রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন, 'আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড়বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই, তখন দায়বদ্ধতার সঙ্গে কাঁধে নিই।


অন্যদিকে, শুভেন্দু অধিকারী বলেন, 'বিনীত গোয়েল ব্যাটাকে সবার আগ ধরা উচিত। মমতা সিপিএমের কয়েকটা ছেলেকে ধরছে। মমতা বলেছে বলে ধরছে। কিন্তু আমি জানি অতীনের ছেলেরা করেছে। তৃণমূল এরসঙ্গে জড়িত। বামেরা নয়। ' 


RG করের ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  


আরও খবর :                                      


১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস