Fuel Price: পেট্রোলের দাম ডিজেলের দাম প্রতিদিনই ওঠানামা করে। প্রতিদিন ভোর ৬টার সময় সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের রেট প্রকাশ করে। আজ ২৬ মার্চ মঙ্গলবার দেশের অনেক জায়গাতেই পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) সেভাবে কোনও হেরফের লক্ষ্য করা যায়নি, অনেক জায়গাতেই দাম স্থিতিশীল। তবে কোনও কোনও রাজ্যে দাম কমেছে, কোথাও আবার খানিক বাড়তে দেখা গিয়েছে দাম। কলকাতা সহ অন্যান্য মহানগর ও শহরগুলিতে কোথায় কত হল দাম জেনে নিন এক ঝলকে।


কলকাতা সহ অন্য মহানগরে কোথায় কত দাম


কলকাতায় আজ ২৬ মার্চ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৭৬ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।


কোথায় দাম কমেছে পেট্রোলের


আজ মঙ্গলবার ২৬ মার্চ বিহারে পেট্রোলের দাম লিটারে ১৯ পয়সা কমে হয়েছে ১০৭.১২ টাকা এবং ডিজেলের দাম ১৮ পয়সা কমে হয়েছে লিটারে ৯৩.৮৪ টাকা। এছাড়া আজ উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান ইত্যাদি রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমতে দেখা গিয়েছে।


ছত্তিশগড়ে আজ পেট্রোলের লিটার (Petrol Diesel Price) প্রতি দাম ১২ পয়সা কমে হয়েছে ১০০.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১২ পয়সা কমে হয়েছে ৯৩.৮৫ টাকা।


পঞ্জাবে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৫ পয়সা কমে হয়েছে ৯৬.৮১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৫ পয়সা কমে হয়েছে ৮৭.১০ টাকা।


কোথায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের


গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, পণ্ডিচেরিতে দাম বেড়েছে জ্বালানি তেলের।


গুজরাতে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৫৭ পয়সা বেড়ে হয়েছে ৯৫.০৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।


হরিয়ানাতে আজ পেট্রোলের লিটার (Petrol Diesel Price) প্রতি দাম ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯৫.৫৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২২ পয়সা বেড়ে হয়েছে ৮৮.৩৬ টাকা।


আরও পড়ুন: Bank Holidays In April 2024: গেলেও কাজ হবে না, এপ্রিলে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক