কলকাতা: ভোটের (Loksabaha Election 2024) মুখে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধারের ঘটনার জল গড়াল এবার নির্বাচন কমিশনে (Election Commission of India)। বোলপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিল ED। 'মানুষই সব জবাব দেবে,' বলে প্রতিক্রিয়া মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার।
লোকসভা ভোটের মুখে বাংলায় গেরুয়া জমি শক্ত করতে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকেই ইস্যু করছে বিজেপি, ঠিক তখনই গত শুক্রবার,ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ১৪ ঘণ্টার তল্লাশি শেষে ED-র তরফে দাবি করা হয়, মন্ত্রী চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে নগদ ৪১ লক্ষ টাকার হদিশ মিলেছে।
কমিশনকে চিঠি দিল ইডি: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত ২২ মার্চ চন্দ্রনাথ সিন্হার বোলপুরের বাড়িতে হানা দেয় ED। মুরারইয়ে গ্রামের বাড়িতে ছিলেন মন্ত্রী। তাঁকে ডেকে পাঠান ED-র আধিকারিকরা। পৌনে ২টো নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছন মন্ত্রী। তারপর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সকাল সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত, প্রায় ১৪ ঘণ্টা ধরে বোলপুরের নায়েক পাড়ায় চন্দ্রনাথ সিন্হার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে দাবি, টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা।'চন্দ্রালয়ে' সন্ধান পাওয়া এই খাজানাকেই হাতিয়ার করছে কেন্দ্রীয় এজেন্সি। এবার চন্দ্রনাথ সিন্হার বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিল ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, লোকসভা ভোটের মুখে কেন বাড়িতে এত টাকা রেখেছিলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী? ৪১ লক্ষ টাকার উৎস কী? কেন মন্ত্রী কোনও সদুত্তর দিতে পারছেন না? মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে পাওয়া নগদ কি চাকরি বিক্রির টাকা?এই সব প্রশ্নেরই জবাব খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা।
এদিকে কেন্দ্রীয় এজেন্সির অভিযানের ৩দিন পর এই প্রথম গতকাল প্রকাশ্যে দেখা গিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সোনাঝুরি বসন্ত উৎসবের উদ্বোধনের পাশাপাশি, বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকার বাসিন্দাদের সঙ্গে রং খেলেছেন বোলপুরের তৃণমূল বিধায়ক। শান্তিনিকেতনের রতন পল্লিতে এসে জনসংযোগও সারেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ, কংগ্রেস সভাপতিকে চিঠি জেলা নেতৃত্বের