Fuel Price: পুজো শেষ। এবার কালীপুজো দীপাবলীর আবহ শুরু হয়ে গিয়েছে। সামনেই ধনতেরস। তাঁর আগে দেশে খুচরো পণ্যের দামে খানিক বৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে। তবে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) ওঠানামা চলতেই আছে। আজও দেশের মহানগরগুলিতে কলকাতা, চেন্নাই, মুম্বইতে জ্বালানি তেলের দামে সেভাবে হেরফের হয়নি। কিন্তু কিছু কিছু রাজ্যে দাম (Fuel Price) কমেছে, আবার কিছু রাজ্যে বেড়ে গিয়েছে। বাংলার কিছু জেলায় গতকাল দাম অনেকটাই কমে গিয়েছিল, আজ আবার কয়েকটিজেলায় দাম বেড়েছে। আজ ফুলট্যাঙ্ক তেল ভরাতে কি খরচ বাড়বে ?
কোন কোন জেলায় আজ বাড়ল দাম
আজ ২৩ অক্টোবর মঙ্গলবার বাংলার প্রায় ৭টি জেলায় পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে গতকালের তুলনায়। মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়া, বীরভূম, কালিম্পং, পুরুলিয়া ইত্যাদি জেলায় দাম বেড়েছে আজ।
মুর্শিদাবাদে আজ পেট্রোলের দাম লিটারে ৬২ পয়সা বেড়ে ১০৬.০৮ টাকা হয়েছে, ডিজেলের দাম ৫৮ পয়সা বেড়ে হয়েছে ৯২.৮১ টাকা।
মালদায় আজ পেট্রোলের দাম লিটারে ১৩ পয়সা বেড়ে ১০৪.৮৬ টাকা হয়েছে, ডিজেলের দাম ১১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৬৭ টাকা।
নদিয়ায় পেট্রোলের দাম লিটারে ৮২ পয়সা বেড়ে ১০৬.৪৪ টাকা হয়েছে, ডিজেলের দাম ৭৭ পয়সা বেড়ে হয়েছে ৯৩.১৫ টাকা।
উত্তর ২৪ পরগণায় পেট্রোলের দাম লিটারে ৩০ পয়সা বেড়ে ১০৫.২৫ টাকা হয়েছে, ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯২.০৪ টাকা।
দক্ষিণ ২৪ পরগণায় পেট্রোলের দাম লিটারে ৩৮ পয়সা বেড়ে ১০৫.৩৩ টাকা হয়েছে, ডিজেলের দাম ৩৬ পয়সা বেড়ে হয়েছে ৯২.১২ টাকা।
কলকাতায় আজ কত দাম পেট্রোলের ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
অন্য মহানগরে কত দাম চলছে ?
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৪৩ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৫৫ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock : ১৪০ টাকার স্টক দু'বছরে ৪০০ টাকায়, এই মাল্টিব্যাগার দিচ্ছে দুরন্ত রিটার্ন