Provident Fund: সরকারি হোক বা বেসরকারি, কর্মীদের বেতনের একটি অংশ জমা হয় তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এবং সেই খাতে সংস্থাগুলিও কর্মীর নামে টাকা জমা করে থাকে। এভাবে অবসরের পর একটি বড় অঙ্কের টাকা পান কর্মীরা যা তাদের অবসরকালীন সময়ে আর্থিক নিরাপত্তা দেয়। এই ফান্ডে জমানো টাকার উপর সুদও পাওয়া যায়। কিন্তু প্রয়োজনে এই পিএফের টাকা (Provident Fund) কি সহজে তুলে নেওয়া যায় ? আপন যদি একটি নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার (PF Account Withdrawal) কথা ভেবে থাকেন, মেয়াদ শেষের আগেই পিএফের টাকা তুলতে পারবেন ? জানুন কী কী নিয়ম রয়েছে।


কী কী শর্ত পূরণ করতে হবে


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থার সদস্যরা কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকা অগ্রিম তুলে নিতেই পারেন। তবে একমাত্র যে সমস্ত কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার সদস্য রয়েছেন ৫ বছর বা তার বেশি সময় ধরে, কেবলমাত্র তারাই এই সুবিধে পাবেন। আর এরই সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে সুদ সহ ন্যূনতম ১ হাজার টাকা থাকতে হবে। আপনি যদি নতুন বাড়ি কেনেন তাহলে মহার্ঘভাতা সহ মাসের বেতনের ২৪ গুণ অগ্রিম পেতে পারেন অথবা ইপিএফে জমা করা সুদ সহ টাকার পরিমাণ, যেটি কম মূল্যের হবে সেটি দেওয়া হবে কর্মীকে।


কী কী নিয়ম রয়েছে


প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তুলতে গেলে কর্মীকে একটানা পাঁচ বছর কাজ করে থাকতে হবে কোনো সংস্থায়। এমনকী বলা ভাল টানা পাঁচ বছর ইপিএফওর সদস্য থাকতে হবে কর্মীকে। তবে কিছু শর্ত মানলে এই ফান্ডে জমানো টাকার কিছু অংশ আপনি অগ্রিম তুলে ফেলতে পারবেন। এজন্য অগ্রিম আপনি আপনার মাসিক বেতনের ২৪ গুণ টাকা এক লপ্তে তুলতে পারেন আংশিকভাবে। কোনো জমি বা বাড়ি কেনার জন্য এই নিয়ম রয়েছে আর যদি জমি কিনে বাড়ি নির্মাণের জন্য টাকা তুলতে চান, তাহলে আপনি আপনার মাসিক বেতনের ৩৬ গুণ টাকা তুলতে পারবে অগ্রিম। একই সময়ে আপনি যদি আপনার বাড়ি মেরামত করতে চান, তাহলে মাসিক বেতনের ১২ গুণ টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ড থেকে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Gold Price: আজও কি সস্তায় সোনা কেনার সুযোগ পাবেন ? রাজ্যে কত দর চলছে ?