নয়াদিল্লি: এবার সোনা কিনলে নগদ লাভ। এমনই অফার আনল ডিজিটাল পেমেন্ট (Digital Payment) প্ল্যাটফর্ম ফোনপে (PhonePe)। সামনেই অক্ষয় তৃতীয়া। সেই কারণেই এমন নজরকাড়া অফার।


অফারে কী?
সোনা কেনার জন্য ক্রেতাদের জন্য সর্বোচ্চ ২৫০০ টাকা ক্যাশব্যাক (Cashback) অফার করা হয়েছে ফোনপের তরফে। একই ভাবে রুপো কিনলেও সর্বোচ্চ আড়়াইশো টাকা ক্যাশবাক পেতে পারেন ক্রেতারা। ৩ মে পর্যন্ত থাকবে এই সুবিধা।


কী ভাবে কেনা যাবে?
ফোনপে'র প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা সোনা কিনতে পারবেন। অ্যাপের মাধ্যমে ২৪ ক্যারাটের সোনা কিনতে পারবেন ক্রেতারা। সেই সোনা তাঁরা নানাভাবে ব্যবহার করতে পারবেন। ব্যাঙ্ক গ্রেড ইনসিওয়রড লকারে ( bank grade insured locker) রাখা যাবে সেই সোনা। গ্রাহক যত সোনা কিনবেন, সেই লকারেই জমাতে পারবেন না।ল এই প্রক্রিয়ার অত্যন্ত সহজে এবং কোনওরকম ঝুটঝামেলা ছাড়াই হবে। অথবা সেই সোনা বাড়িতেও নিতে পারবেন ক্রেতারা (Buyer)। যত পরিমাণ সোনা কিনবেন ক্রেতারা সেটি সমমূল্যের সোনার বার (gold bar) বা সোনার কয়েনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ক্রেতারা। বেশ কিছু ধাপ মেনে সেই সোনা পাঠিয়ে দেওয়া হবে ক্রেতার ঠিকানায়। বিভিন্ন ডিজাইন অপশনও মিলবে বলে জানানো হয়েছে ক্রেতার তরফে। শুধু সোনা নয়, একই পদ্ধতিতে রুপোও কিনতে পারবেন ক্রেতারা, একইভাবে বাড়িতে রুপোর বার (Silver bar) বা কয়েন ডেলিভারি নিতে পারবেন। বৃহস্পতিবার একটি বার্তা প্রকাশ করা হয়েছে, ফোনপের (PhonePe) তরফে। সেখানে বলা হয়েছে, ৯৯.৯৯ শতাংশ পিউরিটির ২৪ ক্যারাটের (24 karat) সোনা এবং রুপো সবচেয়ে ভাল দামে কেনা যাবে ফোন পে থেকে। উৎসবের মরসুমে সোনা  ও রুপো কিনতে ফোনপেই সবচেয়ে ভাল অপশন।


কোথাকার সোনা?
MMTC PAMP এবং SafeGold থেকে ফোন-পে (PhonePe) মাধ্যমে সোনা কিনতে পারবেন ক্রেতারা। একইসঙ্গে SafeGold থেকে কেনা যাবে রুপোও। ডেলিভারির সময় বিমাও করানো যাবে সেই সোনা বা রুপোর।