Stock Market Aap: এবার শেয়ার বাজারে জুড়ল PhonePe-র নাম। বুধবার বড় ঘোষণা করেছে এই  ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। সহযোগী প্রতিষ্ঠান PhonePe ওয়েলথ ব্রোকিং-এর মাধ্যমে শেয়ার(ডট)মার্কেট (Share dot Market) নামের শেয়ার বেচাকেনার অ্যাপ নিয়ে আসছে কোম্পানি।


Share Market: কী সুবিধা দেবে এই অ্যাপ
PhonePe-এর মতে, ডিসকাউন্ট ব্রোকিংয়ের ক্ষেত্রে বড় মাইলফলক হতে পারে শেয়ার(ডট)মার্কেট। একটি মোবাইল অ্যাপেই ডেডিকেটেড ওয়েব প্ল্যাটফর্ম হিসেবে পাওয়া যাবে সবকিছু। এখানে খুচরো বিনিয়োগকারীরা স্টক কিনতে, ইন্ট্রা ডে ট্রেড করতে, ইচ্ছা অনুযায়ী ওয়েলথ বাস্কেটস এবং মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। 


PhonePe: নতুন অ্যাপে এই সুবিধাগুলো পাওয়া যাবে
Share.Market একটি স্বতন্ত্র অ্যাপ, যা স্টক মার্কেটে বিনিয়োগকারী গ্রাহকদের ট্রেডিং সুবিধার পাশাপাশি স্টক মার্কেটের পরিস্থিতি বোঝার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় বিনিয়োগের সুবিধা। কোম্পানি এই অ্যাপের সাহায্যে তার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। মূলত, দেশে স্টক মার্কেট ট্রেডিংয়ের ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি হতেই এই পদক্ষেপ নিয়েছে কোম্পানি।


Stock Market Aap: এই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
অন্যদিকে, PhonePe তার মূল কোম্পানি ফ্লিপকার্ট থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। স্টক মার্কেটে আইপিও লঞ্চ করার জন্য PhonePe-কে Flipkart থেকে আলাদা হওয়ার প্রয়োজন ছিল। কোম্পানিটি গত বছরের ডিসেম্বরে ফ্লিপকার্ট থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। এর মাধ্যমে ফ্লিপকার্ট ৭০০ মিলিয়ন ডলার বাইব্যাকও ঘোষণা করেছিল।


PhonePe-র বর্তমান আর্থিক অবস্থা
চলতি আর্থিক বছরের শুরুতে PhonePe-র সিইও বলেছিলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে এর আইপিও আনতে পারে কোম্পানি। কোম্পানির মূল্য সম্পর্কে কথা বলতে , জানুয়ারি মাসে ফান্ডিং রাউন্ড অনুযায়ী PhonePe-এর বর্তমান মূল্য প্রায় 12 বিলিয়ন ডলার। কোম্পানিটি জানুয়ারিতে ৩৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সফল হয়েছে।


আরও পড়ুন : Gold Price Today : আজ বাংলায় কমল কি সোনার দর, কত হল রেট ?