Smartphone: ফোনের পিছনে রয়েছে লেদার ফিনিশ। তার উপরে রয়েছে embossed texture এবং গ্রাফিতি। এই embossed texture বলতে বোঝায় কাগজ বা অন্য কোনও উপকরণের উপর আঁকা থ্রিডি এফেক্টের ডিজাইন বা ছবি। সম্প্রতি টেকনো সংস্থার এমনই একটি ফোন লঞ্চ হয়েছে ভারতে। সবুজ রঙে এই ফোন হাজির হয়েছে ভারতের বাজারে। তার রেয়ার অর্থাৎ ব্যাক প্যানেলে রয়েছে লেদার ফিনিশ। আর তার উপরেই আঁকা রয়েছে বিশেষ ধরনের ডিজাইন। Tecno Camon 20 Avocado Art Edition - এর এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। 


ভারতে Tecno Camon 20 Avocado Art Edition ফোনের দাম


৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। তার দাম ১৫,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। 


Tecno Camon 20 Avocado Art Edition ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং HiOS 13.0 out-of-the-box - এর সাপোর্ট। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের RGBW প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর ও একটি QVGA টার্সিয়ারি ক্যামেরা সেনসর রয়েছে। ফোএর ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ৪জি ফোন। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে এই ফোনে। 


ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন


আগামী ১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৪ ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, মোটো জি৮২ ৫জি ফোনের সাকসেসর হিসেবে নতুন মডেল লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে মোটো জি৮২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ভারতে মোটো জি৮৪ ৫জি ফোনের দাম ২২ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, মোটোরোলার আসন্ন ফোনের থাকতে চলেছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (ইনবিল্ট) যুক্ত থাকতে পারে। মোটো জি৮৪ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের আপডেট থাকতে পারে। এছাড়াও এই ফোন মার্শমেলো ব্লু, মিডনাইট ব্লু এবং ভিভা ম্যাজেন্টা- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও মোটো জি৮৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ফিনিশ।