IPO Alert: এবার ক্যাপিটাল মার্কেটে প্রবেশ কর‍তে চলেছে এই জনপ্রিয় এডটেক সংস্থা। বাজার থেকে সংগ্রহ করতে চলেছে ৪৬০০ কোটি টাকা। আইপিও আনার খসড়াও জমা করা হয়ে গিয়েছে। গোপনীয়ভাবে প্রি-ফাইলিং (Upcoming IPO) সেরে ফেলেছে সংস্থা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) কাছে সমস্ত আর্থিক খতিয়ান জমা করেছে এবং সংস্থা এখনই তা প্রকাশ্যে আনতে চাইছে না। বাজারে এবার আসবে ফিজিক্সওয়ালার আইপিও (PhysicsWallah IPO)। বড় খবর এডটেক দুনিয়ায়।


মূলত নতুন ইস্যু এবং অফার ফর সেল দুই ধরনের অবকাশই থাকবে এই আইপিওর ক্ষেত্রে। সংস্থা এখনও যদিও জানায়নি নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে ঠিক কত টাকা তুলবে তারা। আর কত টাকা তোলা হবে বর্তমান শেয়ারের স্টেক বিক্রি করে তাও জানা যায়নি এখনও। আইপিও আনার পরিকল্পনা নিয়ে কোনও মন্তব্যই করেনি ফিজিক্সওয়ালা। এই সংস্থায় বহু বড় বড় বিনিয়োগকারী রয়েছেন যেমন ওয়েস্টব্রিজ ক্যাপিটাল, জিএসভি ভেঞ্চার্স, লাইটস্পিড ভেঞ্চার পার্টনারস, হর্নবিল ক্যাপিটাল। পরিকল্পনামাফিক আইপিওর কাজ এগোলে এটাই হবে ভারতের প্রথম এডটেক সংস্থার আইপিও। স্টক মার্কেটের ইতিহাসেও তা মাইলফলক হয়ে থাকবে।


এখন দেখা যাচ্ছে আইপিও আনার ক্ষেত্রে বহু ভারতীয় সংস্থাই বেছে নিচ্ছে কনফিডেনশিয়াল ফাইলিং রুট। ফিজিক্সওয়ালার আগে টাটা প্লে, ওয়ো, সুইগি, বিশাল মেগা মার্ট, ক্রেডিলা ফিনান্সিয়াল সার্ভিসেস, ইন্দিরা আইভিএফ ইত্যাদি সংস্থাও একইভাবে গোপনীয় রীতি মেনে আইপিওর খসড়া জমা করেছে।


ফিজিক্সওয়ালা এখন জোরকদমে তাদের এই আইপিও আনার জন্য চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সংবাদসূত্রে জানা গিয়েছিল সংস্থার পক্ষ থেকে ১০টি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে আহ্বান জানানো হয়েছিল আইপিওর প্রস্তাব ম্যানেজ করার জন্য। আর এর ফলেই বোঝা যায় যে এই সংস্থা তাদের আইপিও আনার জন্য যথাসম্ভব অগ্রগতি করে চলেছে।


সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফিজিক্সওয়ালা বহু বিনিয়োগকারীর থেকে ২১০ মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ করেছিল। আর এই ফান্ডিংয়ের ফলে সংস্থার নেট মূল্য দাঁড়ায় ২.৮ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩ হাজার কোটি টাকা। আর এর আগের ভ্যালুয়েশন ১.১ বিলিয়ন ডলারের থেকে তা বেড়ে গিয়েছে ২.৫ গুণ। ফিজিক্সওয়ালা সংস্থা সবার প্রথমে ওয়েস্টব্রিজ ক্যাপিটাল, জিএসভি ভেঞ্চার্সের কাছ থেকে ১০২ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)