Pi Coin Launched: আরও ২ বছর আগেই বাজারে আসার কথা ছিল এই কয়েনের। ২০১৯ সাল থেকে এই কয়েন (Pi Coin) নিয়ে কাজ শুরু হয়েছে। সেই সময়েই তৈরি হয়েছিল পাই নেটওয়ার্ক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই স্নাতক নিকোলাস ককেলাস এবং শেনডিয়াগো ফ্যান একত্রে সকলের জন্য ক্রিপ্টোকারেন্সিকে সুলভ করে তুলতে এই পাই নেটওয়ার্ক (Pi Network) তৈরি করেন। আর আজ ২০ ফেব্রুয়ারি বাজারে এল পাই কয়েন। মেন নেটে বা অপারেশনাল ব্লকচেইন নেটওয়ার্কে এবার ট্রেড করা যাবে এই কয়েনে। ভারতীয় সময় দুপুর দেড়টার সময় এই কয়েন লঞ্চ হয়েছে বাজারে।


সাধারণ ভাষায় বললে ইথেরিয়াম, বিটকয়েনের মত এই পাই কয়েনও একটি ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টো আসলে এমন এক ধরনের ব্লকচেইনের উপর নির্মিত ডিজিটাল মুদ্রা যা বিকেন্দ্রীভূত সিস্টেমে পরিচালিত হয়। এক্ষেত্রে সমস্ত ব্লকে সঞ্চিত হয়, যা একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে। আর তাই এই তথ্য কোনোভাবেই বদলে দেওয়া একেবারে অসম্ভব। এবারে বাজারে পাই কয়েন লঞ্চ হওয়ার ক্রিপ্টোপ্রেমীদের কাছে মুনাফার নতুন রাস্তা খুলে গিয়েছে।


একসময় বিটকয়েনের দামও খুবই নগণ্য ছিল কিন্তু আজ তা আকাশ ছুঁয়েছে। সেভাবেই একই আশা জাগছে পাই কয়েনকে ঘিরেও। পাই নেটওয়ার্কে ব্যবহারকারীরা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই মাইনিং করতে পারবেন। ফলে প্রচলিত মাইনিংয়ের ধারণা ভেঙে দিয়ে এই পাই কয়েন। বিটকয়েনের মত জটিল ক্রিপ্টো সম্পদের তুলনায় পাই কয়েন কোনো সরঞ্জাম ছাড়াই ঘরে বসে মোবাইলে মাইনিং করা সম্ভব। অনুমান, প্রায় ১০ মিলিয়ন মানুষ তাদের মাইন করে রাখা এই পাই কয়েন মেননেটে আনার অপেক্ষায় আছেন। এক্স হ্যান্ডলে পাই নেটওয়ার্কের অফিসিয়াল হ্যান্ডলে একটি বিবৃতিতে বলা হয়, 'ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ পাই কয়েনের জন্য কেওয়াইসি যাচাইকরণ করে ফেলেছেন। এই ব্যবহারকারীরা পাই কয়েনকে বাইরের জগতে ব্যবহারের জন্যও কাজে লাগাতে পারবেন, যা এর আগে কখনও হয়নি'।


এখন কত দামে ট্রেড করছে পাই কয়েন


এখন মেন নেটে ভারতীয় সময় দুপুর চারটে নাগাদ কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুসারে পাই কয়েন ১.২৮ ডলারে ট্রেড করছে। ইতিমধ্যেই ৬৩১ কোটি কয়েন সরবরাহ হয়ে গিয়েছে বাজারে যার দরুণ এই কয়েনের বাজার মূলধন দাঁড়িয়েছে ৯.০১ বিলিয়ন ডলারে।


কীভাবে পাবেন এই পাই কয়েন


প্রথমে পাই নেটওয়ার্ক অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইল ফোনে


বিদ্যুতের চিহ্নে ক্লিক করে মাইনিং শুরু করতে হবে।


৩ দিন পরে ৩-৫ জন বিশ্বস্ত মানুষকে সংযুক্ত করতে হবে যাতে মাইনিং রেট বাড়ে।


আয় বাড়াতে বন্ধুদের রেফারেল কোড শেয়ার করতে হবে।


চ্যাট ও পোলে যোগ দিতে হবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?