দুবাই: মাঠে হাত জোড় করে ক্ষমা চাইছেন ভারতের অধিনায়ক! তাও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে নয়। ম্যাচ হেরেও নয়। এক গর্বের মুহূর্ত হাতছাড়া হয়েছে সতীর্থের। তার জন্য দায়ী রোহিত শর্মাই (Rohit Sharma)। প্রথম স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ ফেললেন। তার আগে পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পটেল (Axar Patel)। রোহিত জাকের আলির সহজ ক্যাচ না ফেললে হ্যাটট্রিক হয়ে যেত বাঁহাতি স্পিনারের। কিন্তু রোহিত ক্যাচ ফেলে দেন।
তারপরই ক্ষমা চেয়ে নেন রোহিত। অক্ষর পটেলের কাছে রীতিমতো হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় ভারত অধিনায়ককে। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের একাদশে চমক?
বৃহস্পতিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। আর সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত অধিনায়ক রোহিত অবশ্য টসের পরই জানিয়ে দিয়েছিলেন যে, তিনিও টস জিতলে প্রথমে ফিল্ডিংই করে নিতেন।
রোহিতের কথাটা যে উড়িয়ে দেওয়ার মতো নয়, বাংলাদেশ ইনিংসের শুরু থেকে তা প্রমাণ করতে মরিয়া ছিলেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন মহম্মদ শামি। তুলে নেন সৌম্য সরকারকে। পরের ওভারেই নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন হর্ষিত রানা। ২ রানে ২ উইকেট হারিয়ে তখন ধুঁকছে বাংলাদেশ।
এরপর বাংলাদেশ পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল। তবে তাদের ফের ধাক্কা দেয় ভারত। বাংলাদেশ ইনিংসের নবম ওভার। বল করছিলেন অক্ষর পটেল। তাঁর ওভারের পরপর ২ বলে ফিরে যান তাঞ্জিদ হাসান ও মুশফিকুর রহিম। পরের বলে জাকেরের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দেন রোহিত। তারপরই হতাশায় তাঁকে মাটি চাপড়াতে দেখা যায়। অক্ষর ততক্ষণে হতাশায় মুখ ঢেকেছেন। তাঁর দিকে প্রথমে হাত তুলে, তারপর হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন রোহিত।
আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়