রঞ্জিত সাউ: ফের গত চব্বিশ ঘন্টায় টাকা উদ্ধারকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। তবে এই প্রথমবার নয়, বাইশ সালে একাধিকবার কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ড অবাক চোখে দেখেছে সারা বাংলা। ইতিমধ্যেই এই ইস্যুতে সরব বিজেপি। আর এবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সেই ইস্যুতেই ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে এখানেই শেষ নয়, এদিন উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ।
এদিন হাওড়ার শিবপুর থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'মনটা গরীব। কিন্তু টাকা আছে। কিছু কিছু লোকের কাছে রাখা আছে। দিদি জানতেন না। আগে বলতেন টাকা নেই, টাকা নেই। খুব গরীব। আসলে ঠিক জায়গায় ঠিক টাকা নেই।' প্রসঙ্গত, হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও সোনার গয়না।পুলিশ সূত্রে খবর, এক গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎ মোটা টাকার লেনদেন সংক্রান্ত তথ্য জানিয়ে বেসরকারি ব্যাঙ্কের তরফে লালবাজারে অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ। শিবপুরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে টাকা, গয়না উদ্ধার করে কলকাতা পুলিশ।
অপরদিকে, প্রতিমা বিসর্জনের সময় আচমকাই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে গিয়ে একাধিক জনের মৃত্যু হয়।এই ঘটনার পর শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের নিকট আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এবার উত্তরবঙ্গের মালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'উনি ক্ষতিপূরণ দিয়েছেন। আবার যাতে এরকম বিপর্যয় না হয়, সেটা দেখা ওনার কাজ। জীবনহানি হল, উনি কিছু টাকা দিয়ে দিলেন। এই ভিক্ষা দেওয়ার, কিনে নেওয়ার অভ্যাস আছে। সমস্যার গভীরে যান না। সমাধান করেন না। মেট্রো নিয়ে চলছে। বৌবাজারে তিনবার বিপর্যয় হল।মানুষ ভয়ে আছে। সেটা সমাধানের কোনও চেষ্টা নেই। একে তাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা। এই লোক গুলোতো ওনাকে ভোট দিয়েছে। এটা উনি বোঝেন না। বুঝলেও কিছু করেন না। এটাই ওনার আনন্দ।'
আরও পড়ুন, আজ উত্তরবঙ্গ সফরে মমতা, হড়পা বানে মৃতদের পরিবারের দেখা করবেন মুখ্যমন্ত্রী
বিজয়া সম্মেলনী নিয়ে বাবুল বনাম সুদর্শনা ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'ওদের ওপর থেকে নিচ পর্যন্ত এই চলছে। এটাই ওদের পার্টি। উটের কুঁজ শুকিয়ে গেলে উট মরে যায়। ঝগড়া ঝাঁটি মিটে গেলে তৃণমূল খতম। কংগ্রেস সভাপতি নির্বাচন ইশ্যুতে বলেন, চিনেও ভোট হয়। একজনই দাঁড়ায়। সেই ভোট পায়। তাকেই সবাইকে ভোট দিতে হয়। সেই জেতে। জানি না এর ব্যতিক্রম হবে কিনা।' পাশাপাশি, 'জ্যোতিপ্রিয় বলেছেন রাম ভিতুর দল', প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাম ভক্তের দল। ভিতু তো ওরা। দীপাবলির পর গভীর ষড়যন্ত্র, দাবি মদন মিত্রের। উনি জ্যোতিষ চর্চা করছেন বোধহয়। কিসের ষড়যন্ত্র ? ওদের পার্টির মধ্যে এতোরকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, আর বাইরের ষড়যন্ত্র দরকার নেই।'