PM Kisan Samman Nidhi Yojana: সারা দেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে এই যোজনার সুবিধা। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা হল মোদি সরকারের অন্যতম প্রকল্পগুলির মধ্যে একটি। ২০১৯ সালে এই স্কিমটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই স্কিমের মাধ্যমে সরকার প্রতিটি সুবিধাভোগী কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দিয়ে থাকে৷  ২ হাজার টাকার তিন কিস্তিতে এই টাকা পান কৃষকরা। আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে আপনি PM কিষাণ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন।


Government Schemes: স্বামী ও স্ত্রী উভয়েই কি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন?
আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে আবেদন করার আগে, PM কিষাণ স্কিম বিশদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় সুবিধাভোগীদের মনে প্রশ্ন থেকে যায় স্বামী-স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা।


PM Kisan Samman Nidhi Yojana: দুজনেই কি বছরে ৬-৬ হাজার টাকা পেতে পারেন? 
কেন্দ্রীয় সরকার এই বিষয়ে স্পষ্ট উত্তর দিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা কোনও এক ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে দেওয়া হয়। এই ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি কেউ এই স্কিমের জন্য উভয়ই আবেদন করেন তবে কেবল একটি আবেদন অনুমোদিত হবে। যদি আপনারা দুজনেই এই স্কিমটি ব্যবহার করেন তাহলে আপনাকে সরকারের দেওয়া অর্থ ফেরত দিতে হবে।


PM Kisan Yojana: কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা 
১ আয়কর দাখিলকারীরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না
২ আপনি যদি কোনও সরকারি চাকরি করে কৃষিকাজ করেন তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৩ যদি আপনার জমি আপনার পূর্বপুরুষের নামে থাকে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৪ আপনি যদি ১০,০০০ টাকার বেশি পেনশন পান তবে আপনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন না।
৫ এর পাশাপাশি সাংসদ, বিধায়ক, গ্রামপ্রধান প্রমুখরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন না।
৬ জমির মালিক যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও সিএ প্রভৃতি ভাল পদে কাজ করেন, তবে এমন পরিস্থিতিতেও আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৭ এই প্রকল্পের সুবিধা কেবল দরিদ্র ও প্রান্তিক কৃষকদের দেওয়া হয়।


১৪ তম কিস্তির টাকা শীঘ্রই পাওয়া যাবে
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা দীর্ঘ দিন ধরে ১৪ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। এই প্ল্যানের ১৪ তম কিস্তি নিয়ে শীঘ্রই বড় খবর আসছে। সরকার সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠাবে। মিডিয়া রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকার ২৬ থেকে ৩১ মে এর মধ্যে স্কিমের কিস্তি স্থানান্তর করতে পারে। তবে, এখনও এটি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 


আরও পড়ুনRS 2000 Note: ২০০০ টাকার নোট ফেরত নিতে চাইছে না ব্যাঙ্ক? কী করবেন জেনে নিন