নয়াদিল্লি: সাড়ে ছ'বছরের মাথায় ফের নোটবন্দি পরিস্থিতি ভারতে। এ বার ২ হাজার টাকার নোট (RS 2000 Note) বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। কারও কাছে এই ২ হাজার টাকার নোট থাকলে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে। একবারে সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত বদলে নেওয়া যাবে বা তা জমা করা যাবে। তবে বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করা হলেও, ৩০ সেপ্টেম্বর সময়সীমা পর্যন্ত লেনদেনে বৈধ হিসেবেই গন্য হবে ২ হাজার টাকার নোট (Reserve Bank of India)।

  


রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরই ফের শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে (RBI Announcement)। একদিকে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ব্যাঙ্কে নোট জমা দিতে গিয়ে যদি বিপাকে পড়তে হয়, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। RBI জানিয়েছে, সমস্ত ব্যাঙ্ককে ২ হাজার টাকা ফেরত নেওয়ার সবরকম নির্দেশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও যদি কোনও ব্যাঙ্ক টাকা ফেরত নিতে অস্বীকার করে, তাহলে কী করা উচিত, তাও জানানো হয়েছে RBI-এর তরফে (RBI Rules)।


আরও পড়ুন: RBI Update: ২০০০ টাকার নোট আর ছাপবে না সরকার, বদলাতে হবে ব্যাঙ্কে


RBI জানিয়েছে, কোনও ব্যাঙ্ক যদি ২ হাজার নোট ফেরত নিতে অস্বীকার করে, প্রথমে ওই ব্যাঙ্কের আধিকারিকদের কাছেই অভিযোগ জানাতে হবে গ্রাহকদের। তাতে একমাসেও যদিও কোনও সুরাহা না হয়, RBI-এর কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন তাঁরা। RBI-এর ইন্ডিগ্রেটেড ওম্বাডসম্যান স্কিম ২০২১-এর আওতায়  RBI-এর ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল, cms.rbi.org.in-এর গিয়ে অভিযোগ জানানো যাবে।


ইন্ডিগ্রেটেড ওম্বাডসম্যান স্কিম কী? 


২০২১ সালের ১২ নভেম্বর এই পরিষেবা চালু করা হয়। এর আওতায় ব্যাঙ্কের পরিষেবা নিয়ে গ্রাহকদের অভাব-অভিযোগ শোনে RBI এবং তা থেকে বেরিয়ে আসার, সমাধানসূত্র বের করার প্রচেষ্টা চালানো হয়।


কী উপায়ে জমা করবেন ২০০০ টাকার নোট?


এমনিতে যে ভাবে ব্যাঙ্কে টাকা জমা করেন, নিজের বা অন্যের অ্যাকাউন্টে সে ভাবেই স্লিপ সমেত টাকা জমা করতে পারেন ব্যাঙ্কের কাউন্টারে। আবার ২০০০ টাকার নোট বদলে ৫০০, ২০০ বা ১০০ টাকার নোট সংগ্রহ করতে পারেন ব্যাঙ্কে। এ ছাড়াও, RBI-এর ১৯টি আঞ্চলিক শাখায় গিয়ে পাল্টে নিতে পারবেন নোট।