Pension Scheme: দেশের সরকার নানারকম প্রকল্প পরিচালনা করে সাধারণ মানুষের হিতসাধনের জন্য। কোটি কোটি মানুষ এই ধরনের স্কিমের সুবিধে ভোগ করেন। জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ধরনের সরকারি প্রকল্প (Pension Scheme) বাজারে আনা হয়। সাধারণ মানুষদের আর্থিক সুবিধে দিতে এই স্কিম চালু করা হয় অনেকক্ষেত্রে, তেমনই একটি স্কিম (PM Shram Yogi Yojana) হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এই ধরনের ব্যক্তিদের জন্য, অনেক কম খরচে পেনশনের সুবিধে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। মাত্র ৫৫ টাকা দিয়েই মাসে মাসে ৩ হাজার টাকার পেনশন পেতে পারেন আপনিও। কী এই পিএম শ্রম যোগী স্কিম ? কী কী সুবিধে ? জানুন বিস্তারিত।

৫৫ টাকা দিয়েই পাবেন ৩ হাজারের মাসিক পেনশন

দেশের মানুষের জন্য নানা ধরনের স্কিম (PM Shram Yogi Yojana) নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আর এমনই একটি পেনশন স্কিমের নাম হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধে দেওয়া হয়। দেশের বহু শ্রমিক, দিনমজুরদের অবসরের সময় কোনও আর্থিক সহায়তা থাকে না, তাদের জন্যই মূলত এই স্কিম। ২০১৯ সালে শুরু হয়েছিল এই বিশেষ স্কিম। এখানে মাসে মাত্র ৫৫ টাকা জমা করে ৬০ বছরের পর থেকে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়ার সুবিধে আছে আপনার।

কারা পাবেন সুবিধে

এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিকশাচালক, চর্মশিল্পী, ইঁটভাটার শ্রমিক ইত্যাদি পেশার মানুষরা এই পেনশন (PM Shram Yogi Yojana) পাবেন। এক্ষেত্রে আপনি যদি এই স্কিমে ২০০ টাকা জমা করেন, তাহলে আপনার নামে সরকারও ২০০ টাকা জমা করবে। মাত্র ১৮ বছর বয়স থেকেই এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়, যখন আপনাকে মাত্র ৫৫ টাকা দিতে হবে প্রতি মাসে। ২৯ বছর বয়সে এই স্কিম শুরু করলে আপনাকে মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। আপনার জমা করা টাকার উপর ভিত্তি করেই পেনশনের অঙ্ক স্থির হবে এই স্কিমে।

আরও পড়ুন: Electric Scooter: মাত্র ৯৯৯ টাকাতেই হবে বুকিং, এক চার্জে ছুটবে ২৬১ কিমি ! লুকেই বাজিমাত করবে এই বৈদ্যুতিন স্কুটার