Continues below advertisement

PM Ujjwala Yojna : নতুন জিএসটি (GST 2.0) কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নতুন করে ২৫ লক্ষ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার (Free LPG Cylinder)।

পেট্রোলিয়াম মন্ত্রী করেছেন এই ঘোষণাবিনামূল্যের এই সিলিন্ডার সম্পর্কে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। পোস্টে তিনি লিখেছেন, এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হল। নারীশক্তির জন্য ফের বড় উপহার ! নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে ২৫ লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা (PM Ujjwala) সংযোগের সুবিধা পাবেন।

Continues below advertisement

এই ঘোষণাই প্রমাণ করে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন। এই সিদ্ধান্ত মা ও বোনদের সম্মান ও ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে। এই ঘোষণার পর উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে ১০.৬০ কোটিতে উন্নীত হবে।

বিনামূল্যে সুবিধা দিতে কত খরচ করবে সরকারPM Ujjwala Yojna-য় মহিলাদের বিনমূল্যে সিলিন্ডার দিতে ভারত সরকারের প্রতিটি সংযোগের জন্য ২,০৫০ টাকা ব্যয় হবে। যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে পাবেন। 

নবরাত্রি নিয়ে মন্ত্রীর বক্তব্যকেবল ঘোষণার কথা বলেই থেমে থাকেননি পেট্রোলিয়াম মন্ত্রী। নবরাত্রিতে দেবী পুজোর কথা বলতে গিয়ে তিনি বলেন, পৃথিবীতে দেবী মায়ের শক্তি নারীর রূপে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতিতেও নারীদের 'শক্তি'র মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নবরাত্রির সময় আমরা মা দুর্গার নয়টি রূপের পূজা করি, যা নারী শক্তির প্রতীক। মোদীজির উদ্দেশ্য  ও পরিকল্পনাগুলিতেও একই চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

ভারত সরকারের অন্যতম বড় প্রকল্পমন্ত্রীর মতে, ভারতের অন্যতম প্রভাবশালী সমাজকল্যাণমূলক কর্মসূচি হিসেবে আনা হয়েছিল উজ্জ্বলা প্রকল্প। নারীদের প্রতি সম্মান ও ক্ষমতায়নের এক জীবন্ত উদাহরণ এই পরিকল্পনা। উজ্জ্বলা প্রকল্পটি কেবল রান্নাঘরকেই আলোকিত করেনি বরং পুরো পরিবার, মা ও বোনদের ভবিষ্যৎকেও আলোকিত করেছে।

রিফিল করার জন্য সরকার দিচ্ছে ৩০০ টাকাদেশের বিভিন্ন প্রকল্পের সঙ্গে তুলনা করলে, এটি কেবল একটি প্রকল্প নয়; বর্তমানে বিপ্লবের মশাল হয়ে উঠেছে। অন্তত তেমনই বলছেন মন্ত্রী হরদীপ সিং পুরী। যার শিখা দেশের প্রতিটি কোণে এমনকী প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে। বর্তমানে, মোদি সরকারের সিলিন্ডার রিফিল করার জন্য ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে। ১০.৩৩ কোটিরও বেশি উজ্জ্বলা পরিবার মাত্র ৫৫৩ টাকায় সিলিন্ডার রিফিল করতে পারছে।