দুবাই: গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের মহারণেও সেই একই ফল। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়ে দিলেন যে ভারত ও পাকিস্তান কোনও সমকক্ষ দলই নয়। যেভাবে ভারতীয় ক্রিকেট দল বারবার পাকিস্তান দলকে হারিয়ে এসেছে প্রত্যেক টুর্নামেন্টে, যা ইতিহাস তাতে ভারতের সমকক্ষ দল কোনওভাবেই মানা যাবে না পাকিস্তানকে।

এশিয়া কাপের গ্রুপের ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত পাকিস্তানকে হারিয়ে। অন্য়দিকে সুপার ফোরের ম্য়াচে ৬ উইকেট তারা হারিয়ে দেয় পাক শিবিরকে। সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিক প্রশ্নের উত্তরে হেসে ভারত অধিনায়ক জানান, ''আমার হিসেব অনুযায়ী যদি দুটো দল ১৫ বা ২০ ম্য়াচ খেলে আর স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই তাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।''

উল্লেখ্য, ২ দলের ক্রিকেটের ইতিহাসে এখনও পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮৮ ম্য়াচে পাক দল জিতেছে। ভারত জিতেছে ৭৮ ম্য়াচে। টেস্ট ম্য়াচে দু দলের মধ্য়ে ৫৯ বার হয়েছে। তার মধ্য়ে পাকিস্তান ১২টি ও ভারত ৯ ম্য়াচ জিতেছে। ওয়ান ডে ফর্ম্যাটে ভারত জিতেছে ৫৮ ম্য়াচ ও পাক দল জিতেছে ৪৩ ম্য়াচ। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে। 

সাম্প্রতিক সময়ে গত ১৫ বছরে ৩১ ম্য়াচের মধ্য়ে ২৩ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই বিষয়টিই জানাতে চেয়েছিলেন সূর্যকুমার। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাদাগিরি চলছে। শেষ ১৫টি টি-২০ ম্যাচে ভারত জিতল ১২ বার। মোটে তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি অভিষেকের। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রান করে আউট হয়ে যান অভিষেক। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান বাঁহাতি তরুণ ভারতীয় ওপেনার। সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে কোনও রানই করতে পারেনি। খাতা খেলাার আগেই ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত।