Fixed Deposit Rates : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট একই রাখার পর থেকে এবার স্থায়ী আমানতে (FD Rates Cut)সুদের হার কমাতে শুরু করেছে ব্যাঙ্কগুলি। জেনে নিন, কোন কোন ব্যাঙ্ক এফডিতে সুদের হার কমিয়েছে।
Bank FD Rates Cut: গত বছর থেকেই বিশ্ব বাজারের প্রভাব পড়েছিল ভারতে। দেশের মুদ্রাস্ফীতির হার কমাতে রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। এরপরই এফডিতে সুদের হার বৃদ্ধি করত শুরু করে বিভিন্ন ব্যাঙ্ক। যার ফলে ব্যাঙ্কের স্কিমগুলিতে সুদের পাশাপাশি ঋণের সুদও বাড়ানো হয়। বিশেষ করে ফিক্সড ডিপোজিটের সুদের হার অনেক বেড়েছে। এবার কিছু ব্যাঙ্ক স্থায়ী আমানতের সুদের হার কমাতে শুরু করেছে। এখানে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যারা সুদের হার কমিয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Axis Bank ফিক্সড ডিপোজিট
Axis Bank ফিক্সড ডিপোজিটের সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের আপডেটের পরে 7 দিন থেকে 10 বছরের মেয়াদে 3.5 শতাংশ থেকে 7.10 শতাংশ স্থায়ী আমানতের সুদ দেওয়া হচ্ছে। একই সময়ে , পাঁচ দিন থেকে 13 মাসের কম মেয়াদে সুদ 7.10 থেকে কমিয়ে 6.80 শতাংশ করা হয়েছে। 13 মাস থেকে 3 বছরের কম পর্যন্ত সুদ 7.15 শতাংশ থেকে কমিয়ে 7.10 শতাংশ করা হয়েছে। এই রেট 18 মে 2023 থেকে প্রযোজ্য হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এফডি রেট
PNB 1 জুন থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। 2 কোটির কম আমানতের উপর এই রেট করা হয়েছে। 1 বছরের মেয়াদে স্থায়ী আমানতের সুদ 5 শতাংশ কমিয়ে 6.75 শতাংশ করা হয়েছে। এই এফডি সাধারণ নাগরিকদের জন্য রাখা হয়েছে। একই সময়ে 666 দিনের মেয়াদে সুদ 7.25 শতাংশ থেকে কমিয়ে 7.05 শতাংশ করা হয়েছে।
ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
নভেম্বর 2022 সময়ে ব্যাঙ্ক জেনারেল পাবলিকের জন্য 7.30 সর্বোচ্চ, সিনিয়ার সিটিজন এর জন্য 7.80 শতাংশ ও সুপার সিনিয়ারের জন্য 8.05 শতাংশ বেশি সুদ দিচ্ছে।
Small Savings Scheme: রিজার্ভ ব্যাঙ্ক গত এক বছরে কয়েকবার সুদের হার বৃদ্ধি করায় অনেক ব্যাঙ্ক FD স্কিমে গ্রাহকদের আরও বেশি সুদ দিচ্ছে। যদিও এমন অনেক সরকারি স্কিম রয়েছে, যা ব্যাঙ্ক এফডির থেকে বেশি সুদের হার অফার করছে। এই পোস্ট অফিস স্কিমগুলিতে বিনিয়োগ করে আপনি বেশি রিটার্নের পাশাপাশি সরকারি সুরক্ষা ও কর ছাড় পাবেন। যার মধ্য়ে রয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিম, পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম।
আরও পড়ুন : Shramik Samman Yojana: মহিলাদের প্রতি মাসে ৫১০০ টাকা দেবে সরকার ! আপনিও দেখেছেন এই ভিডিও ?