নয়াদিল্লি: পোস্ট অফিসে গ্রাহকদের সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এমন বেশ কতগুলি প্রকল্প রয়েছে যেগুলি গ্রাহকরা তাঁদের সঞ্চিত অর্থ দ্বিগুণ করতে পারেন। সুরক্ষিত লগ্নি ও  নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পোস্ট অফিসের এই প্রকল্পগুলিও বিবেচনা করে দেখতে পারেন সঞ্চয়কারী। সেপ্টেম্বর ত্রৈমাসিক সরকার সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে কোনও পরিবর্তন করেনি।


এখন দেখে নেওয়া যাক পোস্ট অফিসের ওই সমস্ত সেভিংস প্ল্যানগুলি যাতে সঞ্চয় লগ্নি করলে কয়েক বছরের মধ্যেই দ্বিগুণ হবে।


 ১. পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit)


পোস্ট অফিসের এই স্কিমে সময়ের নিরিখে সুদের সুবিধা পাওয়া যায়।  ১ থেকে ৩ বছরের জন্য এই প্রকল্পে লগ্নি করলে ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।  অন্যদিকে, পাঁচ বছরের জন্য লগ্নি করলে এই স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ মিলবে। এই স্কিমে গ্রাহকের  ১০.৭৫ বছরে টাকা দ্বিগুণ হবে।


২. পোস্ট অফিস সুকন্যা সম্বৃদ্ধি যোজনা (Post Office Sukanya Samriddhi Account)


এই প্রকল্প বিশেষ করে মেয়েদের জন্য। এতে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে লগ্নি করতে ৯.৪৭ বছরে টাকা দ্বিগুণ হবে।


৩. পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ( Post Office National Saving Certificate)


এই স্কিমে লগ্নি  করতে চাইলে সার্টিফিকেট কিনতে হয়। এতে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এটি পাঁচ বছরের সঞ্চয় প্রকল্প। এতে লগ্নি করে আয়করেও ছাড় পাওয়া যায়। এই স্কিমে টাকা ১০.৫৯ বছরে দ্বিগুণ হয়।


৪. পোস্ট  অফিস পিপিএফ (Post Office PPF)


বর্তমানে পিপিএফ লগ্নির অন্যতম সেরা বিকল্প হিসেবে গন্য হয়। এতে ৭.১ শতাংশ হারে সুদ মেলে। এছাড়াও এই স্কিমে অর্থ ১০.১৪ বছরে দ্বিগুণ হবে।


৫. পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম (Post Office Senior Citizens Savings Scheme)


এই প্রকল্প বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে অর্থ ৯.৭৩ বছরে দ্বিগুণ হয়।