সন্দীপ সরকার, কলকাতা: জাইডাস ক্যাডিলাকে (Zydus Cadila's Vaccine) এক কোটি ভ্যাকসিন (Corona) সরবরাহের বরাত দিল কেন্দ্রীয় সরকার (Central Govenment)। ১২ বছর বয়স হলেই নেওয়া যাবে, জাইকভ-ডি ভ্যাকসিন (Zydus Cadila's Vaccine)। এই ভ্যাকসিন দিতে কোনও নিডল বা সুচের দরকার হবে না। নিতে হবে তিনটে ডোজ (Triple dose )।


দেশে সরকারিভাবে যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়, সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নাম! জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি। ১২ বছর বয়স হলেই নেওয়া যাবে এই ভ্যাকসিন।


গুজরাতের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি করেছে DNA বেসড ভ্যাকসিন। নাম জাইকভ-ডি। ইতিমধ্যেই, এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা DCGI। 


১৬ নভেম্বর রাজ্যে স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় খুলছে। তার আগে এবার, জাইডাস ক্যাডিলাকে ১ কোটি ভ্যাকসিন সরবরাহের জন্য বরাত দিল কেন্দ্রীয় সরকার। এর আগে যে, ভ্যাকসিনগুলি দেওয়া হচ্ছে সেগুলি প্রত্যেকটিই ১৮ বছরের ঊর্ধ্বে নেওয়ার অনুমতি ছিল। 


জাইকভ-ডি ভ্যাকসিন, ১২ বছর বয়স হলেই নেওয়া যাবে।  জাইডাস ক্যাডিলার তরফে জানানো হয়েছে, 
কেন্দ্রীয় সরকার প্রতি ডোজ ভ্যাকসিন কিনছে ২৬৫ টাকা করে। এটা নিডল ফ্রি ভ্যাকসিন! এই ভ্যাকসিন নিতে কোনও নিডল বা সুচের দরকার হবে না। 


এর জন্য প্রয়োজন হবে নিডল-ফ্রি অ্যাপ্লিকেটরের। যার দাম ৯৩ টাকা। অর্থাৎ, জাইকভ-ডি’র প্রতি ডোজ কিনতে সরকারের খরচ হবে ৩৫৮ টাকা। জাইডাস ক্যাডিলার তরফে আরও জানানো হয়েছে, জাইকভ-ডি’র তিনটি ডোজ নিতে হবে। ২৮ দিনের ব্যবধানে নিতে হবে একেকটি ডোজ।


জাইডাস ক্যাডিলার MD, সরভিল প্যাটেল জানিয়েছেন,  নিডল ফ্রি ভ্যাকসিন এলে, আরও অনেকে ভ্যাকসিন নিতে আগ্রহী হবেন। বিশেষত, ১২ থেকে ১৮ বছর বয়সীরা। আমাদের রাজ্যে, ইনস্টিটিউট অফ চাইন্ড হেলথ-এ হয়েছিল জাইকভ-ডি’র ট্রায়াল। 


১২ বছরের কম বয়েসীদের জন্য, ভারতে এখনও কোনও ভ্যাকসিন নেই। ভারত বায়োটেকের সূত্রে খবর, ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন আসতে, আরও কিছুটা সময় লাগবে।