Post Office Scheme: মাত্র ২৯৯ টাকা দিয়ে পেতে পারেন ১০ লক্ষ টাকার সুবিধা। গ্রাহকদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। তবে সবাই পাবেন না এই স্কিমের লাভ। সেই ক্ষেত্রে রয়েছে কিছু শর্তাবলী। 


India Post: কীভাবে এই ১০ লাখের সুবিধা ?
জীবনে দুর্ঘটনার কথা কেউই বলতে পারেন না।  তাই সচেতন নাগরিকরা সর্বদা আগাম দুর্ঘটনাজনিত বিমা কভার নিয়ে রাখেন। এর মাধ্যমে আপনি আপনার পাশাপাশি নিজের পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবেন। দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অফ পোস্ট অফিস।  গ্রাহকদের গ্রুপ অ্যাকসিডেন্টাল ইন্স্যুরেন্স কভার নিয়ে এসেছে এই ব্যাঙ্ক। এই গ্রুপ অ্যাকসিডেন্টাল ইন্স্যুরেন্স কভারের মাধ্যমে আপনি ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কভার পাবেন।


India Post: ইন্ডিয়া পোস্ট গ্রুপ দুর্ঘটনা বিমা আসলে কী ?
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক টাটা এআইজি-র সঙ্গে এই বিমা নিয়ে চুক্তি করেছে। এর মাধ্যমে জনগণকে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা দিচ্ছে IPPB। এই বিমা কভারের মাধ্যমে আপনি ও আপনার পরিবার ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কভার পেতে পারেন। এতে পলিসিহোল্ডার বা তার পরিবার দুর্ঘটনার কারণে মৃত্যু অথবা আংশিক বা সম্পূর্ণ অক্ষমতার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত কভার পাবেন। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই বিমা পলিসির সুবিধা নিতে পারবেন। মনে রাখবেন, এই বিমা কভারের সুবিধা শুধুমাত্র ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দেওয়া হবে।


India Post Payment Bank: গ্রুপ দুর্ঘটনা বিমা কী ?
 বিমা সংস্থা বিভিন্ন মানুষের চাহিদা অনুসারে বিমা কভারের সুবিধা দিয়ে থাকে। অনেক ধরনের দুর্ঘটনাজনিত বিমা রয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তার গ্রাহকদের গ্রুপ দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে। এই বিমা কভারে, পলিসিধারক ও তার পুরো পরিবার দুর্ঘটনা বিমা কভার পাবেন। IPPB-র মাধ্যমে, আপনি ২৯৯ টাকা ফি দিয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্রুপ দুর্ঘটনা বিমা কভার পেতে পারেন।


Post Office Scheme: কোন পরিস্থিতিতে কোনও বিমা কভার পাবেন না ?
ব্যক্তি আত্মহত্যা করলে এই বিমা কভার পাবেন না।
সামরিক সেবা বা অপারেশনে শহিদ হলে এই কভার পাবেন না।
যুদ্ধের সময় মৃত্যু হলে পাবেন না এই কভার।
বিমার কারণে মৃত্যু
ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মৃত্যু।
এইডসের কারণে মৃত্যু হলে পাবেন না বিমা কভার
প্রাণঘাতী খেলাধুলার কারণে কোনও ব্যক্তির মৃত্যু হলেও এই বিমার সুবিধা পাবেন না পলিসিহোল্ডার।