Post Office Term Deposit Scheme: বিশ্বের আর্থিক পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতেও। মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার বাড়িয়েছে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। তা সত্ত্বেও আশানুরূপ রিটার্ন পাচ্ছেন না গ্রাহকরা। সেই ক্ষেত্রে বিনিয়োগের সবচেয়ে ভাল ও নিরাপদ বিকল্প হতে পারে ডাকঘর। 


Post Office Scheme: পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে কত সুদ ?
পোস্ট অফিস এফডি স্কিম যা পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম নামে পরিচিত গ্রাহকদের আরও ভাল রিটার্ন দিতে সাহায্য করে। আপনি 1, 2, 3 ও 5 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এইসব মেয়াদের জন্য আপনাকে বিভিন্ন উচ্চ হারে সুদ দেওয়া হয়। জেনে নিন, কত বছরের মেয়াদে কত সুদ পাবেন আমানতকারী।


Post Office Term Deposit: এই সুদ পাবেন পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে 


1 বছরের সময়কালে পাবেন 5.5% সুদ।


2 বছরের সময়কালে আপনাকে দেওয়া হবে 5.5% সুদ।


3 বছরের সময়কালের ক্ষেত্রে বিনিয়োগকারী 5.5% হারেই সুদ পাবেন।


5 বছরের মেয়াদকাল শেষে আমানতকারী পাবেন 6.7% সুদ।


Post Office TD: এতে বিনিয়োগের যোগ্যতা


এই স্কিমে বিনিয়োগ করার জন্য আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। তবে 10 বছরের বেশি বয়স হলে অভিভাবকের তত্ত্বাবধানে অ্যাকাউন্ট খুলতে পারে নাবালকরা। আপনাকে এই অ্যাকাউন্ট খুলতে হবে ন্যূনতম 1,000 টাকা বিনিয়োগ করতে হবে। এখানে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই।


Post Office Scheme: কত কর ছাড় পাবেন ?
এই স্কিমে বিনিয়োগ করলে আপনি আয়করের ধারা 80C-এর অধীনে আয়কর ছাড়ের সুবিধা পাবেন। এই পরিস্থিতিতে আপনি এই স্কিমের অধীনে 1.5 লক্ষ টাকার বিনিয়োগে কর ছাড় পাবেন। এর সাহায্যে আপনি একাধিক টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলার পর আপনি কমপক্ষে 6 মাসের জন্য টাকা তুলতে পারবেন না। এর পরে 1 বছরের আগে টাকা তোলার ক্ষেত্রে মোট আমানতের পরিমাণের 2 শতাংশ কেটে নেওয়া হয়।


Post Office Term Deposit: আপনি 5 লক্ষ বিনিয়োগে বেশি রিটার্ন পাবেন


আপনি যদি পোস্ট অফিসের 5 বছরের স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি 6.7 শতাংশ সুদের হারে রিটার্ন পাবেন। এই রিটার্নটি ত্রৈমাসিক ভিত্তিতে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। 


আর পড়ুন : New Labour Law: পাওনা ছুটি না নিলে সেই বছরেই টাকা ! নতুন শ্রম আইন আনছে সরকার