Sukanya Samriddhi Yojana: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে শীঘ্রই আপনার জন্য সুখবর আসতে চলেছে। এই সব সরকারি প্রকল্পে বিনিয়োগে পেতে পারেন বড় রিটার্ন। দুই দিন পর অর্থাৎ শুক্রবার, 30 ডিসেম্বর, 2022, কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। 


PPF Rate Hike: ৩০ ডিসেম্বর হল সেই তারিখ 
অর্থ মন্ত্রক জানুয়ারি থেকে মার্চ 2022-23 এর চতুর্থ ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করবে। আশা করা হচ্ছে, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা (এনএসসি) এর মতো সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধি হতে পারে। সাউথ ব্লক সূত্রে খবর, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সব স্কিমে 0.50 শতাংশ সুদের হার বাড়ানোর ঘোষণা করতে পারে অর্থ মন্ত্রক।


সরকারের 10 বছরের বন্ডের সুদ 12 মাসে 6.04 শতাংশ থেকে 7.25 শতাংশের ওপরে উঠেছে। সেই যুক্তি মেনেই পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার বর্তমান স্তর থেকে 50 বেসিস পয়েন্ট বাড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।


Small Savings Scheme: সুদের হার কেন বাড়তে পারে


আরবিআই 8 ডিসেম্বর, 2022-এ টানা পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছে। 2022 সালে, রেপো রেট 4 শতাংশ থেকে 6.25 শতাংশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সরকার অনেক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ায়নি। PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও NSC-র সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। 


পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 7.1 শতাংশ, NSC তে 6.8 শতাংশ অর্থাৎ জাতীয় সঞ্চয় শংসাপত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.6 শতাংশ সুদ একই রয়ে গেছে। রেপো রেট 2.25 শতাংশ বাড়ানোর পরে সরকার এই প্রকল্পগুলির সুদের হার বাড়াতে পারে। এই সঞ্চয় প্রকল্পগুলিকে নিরাপদ হিসাবে বিবেচনা করে শহুরে ও গ্রামীণ সাধারণ ভারতীয় নাগরিক বিনিয়োগ করেন। স্টক মার্কেটের উত্থান-পতন থেকে দূরে থাকতেই এই স্কিমগুলিতে ভরসা করেন বেশিরভাগ ভারতবাসী।


PPF Rate Hike: এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধি করা হয়েছিল


সম্প্রতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে কেবল কিষাণ বিকাশ পত্রের সুদের হার 6.9 শতাংশ থেকে 7 শতাংশে বৃদ্ধি করা হয়েছিল। এই ক্ষেত্রে স্কিমের মেয়াদকাল 124 মাস থেকে কমিয়ে 123 মাসে করা হয়েছে৷ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে। 


মাসিক আয় অ্যাকাউন্ট স্কিমে 6.6 শতাংশের পরিবর্তে, পোস্ট অফিসের দুই বছরের স্থায়ী আমানত প্রকল্পে 5.5 শতাংশের পরিবর্তে 6.7 শতাংশ, 3 বছরের স্থায়ী আমানত প্রকল্পে 5.5 শতাংশের পরিবর্তে 5.7 শতাংশ করা হয়েছে। কিন্তু পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও এনএসসি-র সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।


আরও পড়ুন : PPF Account Closure: মেয়াদপূর্তির আগে আপনার PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে জেনে নিন নিয়ম