আবির দত্ত, দার্জিলিং: পাহাড়ি রাজনীতিতে ফের টালমাটাল পরিস্থিতি। দার্জিলিঙে (Darjeeling) আস্থাভোটের (Trust Vote) দিনই বড় ধাক্কা তৃণমূলে (TMC)। তৃণমূলকে আক্রমণ করে দল ছাড়লেন বিনয় তামাঙ্গ (Binay Tamang)। 


এদিন একটি সাংবাদিক বৈঠক (Press Meet) করেন বিনয় তামাঙ্গ। তিনি বলেন, 'আজ থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। দার্জিলিঙে গণতন্ত্র এখন বিপন্ন। পাহাড়, তরাই, ডুয়ার্সে শান্তি ফেরাতে রক্ত ঝরাতেও তৈরি'। তৃণমূল সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক কার্যকলাপ ও সীমাহীন দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, মন্তব্য বিনয় তামাঙ্গের। পাহাড়ে রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগের, প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র। তৃণমূলের থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে বার্তা বিনয় তামাঙ্গের।                                                                                                  


এদিকে, ৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল। দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি ও গুরুঙ্গের ১৫ কাউন্সিলর।                        


প্রসঙ্গত, দার্জিলিং পুরসভায় মোট ৩২টি আসন। তার মধ্যে ১৮টি আসনে জিতে বোর্ড দখল করেছিল হামরো পার্টি। অন্য দিকে, অনীতের প্রজাতান্ত্রিক মোর্চা ৯টি, তৃণমূল ২টি, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছিল ৩টি আসনে। যদিও এর পরে জিটিএ ভোটে লড়ার জন্য প্রজাতান্ত্রিক মোর্চার এক কাউন্সিলর ইস্তফা দেন। সেই আসনে এখনও ভোট হয়নি। ফলে, কাউন্সিলরের সংখ্যা কমে হয় ৩১।                                                   


আরও পড়ুন, বাড়ির পরিচারিকাকে চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছেন মালকিন! নির্মম দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই 'ছি ছি' রব


সম্প্রতি হামরো পার্টির ৫ কাউন্সিলর যোগ দিয়েছেন প্রজাতান্ত্রিক মোর্চায়। তাতে অনীতের দলের কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ১৪। এর মধ্যে তৃণমূলের তরফে জানানো হয়, প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মিলে তারা পুরবোর্ড গঠন করবে। বুধবারের আস্থাভোটে ৩১ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর সমর্থন করেছে হামরো পার্টিকে। তাদের পাশে দাঁড়িয়েছে গুরুংয়ের দলের ৩ কাউন্সিলরও। অন্য দিকে, তৃণমূলের ২ কাউন্সিলর এবং প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর মিলে অনীতকে সমর্থন জানিয়েছেন। সেই অঙ্কেই এ বার দার্জিলিং পুরসভার দখল নিয়েছে অনীতের দল।