PMJDY Account: ১০ বছর পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনার আর এই অবসরে দেশের সমস্ত ব্যাঙ্কেই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রি-কেওয়াইসি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনেও একইভাবে সুবিধে (re-KYC Campaign) পেতে পারেন সেই জন্য নতুন করে কেওয়াইসি জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের। এই ক্যাম্পেইন (Jan Dhan Account) শুরু হয়েছে বিগত ১ জুলাই থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এই শিবির (PMJDY Account) পরিচালিত হচ্ছে, গ্রামীণ ও ব্যাঙ্কিং পরিষেবা বিহীন অঞ্চলেও মানুষদের কাছে এই সুবিধে পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি বিবরণ আপডেট করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্নবীকরণের জন্য বাধ্যতামূলক। সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র বিমা ও পেনশন প্রকল্পগুলিতে অ্যাক্সেসের বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের উপরেই দৃষ্টিনিবদ্ধ করে।

গতকাল বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা একটি বিবৃতিতে জানান, ‘জনধন স্কিম যেহেতু ১০ বছর পূর্ণ করেছে, তাই দেখা গিয়েছে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি জমা করার দরকার হয়েছে। পঞ্চায়েত স্তর থেকেই ব্যাঙ্কগুলি এই জন্য শিবির পরিচালনা করছে এবং ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শিবির পরিচালনা করা হবে। নতুন অ্যাকাউন্ট খোলা, রি-কেওয়াইসি করা ছাড়াও এই শিবিরগুলিতে ফিনান্সিয়াল ইনক্লুসনের জন্য ক্ষুদ্র বিমা ও পেনশন প্রকল্পের উপরে আলোকপাত করবে।’

অ্যাকাউন্টের তথ্য বজায় রাখতে এবং অ্যাকাউন্ট সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখতে প্রতি ১০ বছর অন্তর এই কেওয়াইসির কাজ করতে হয়। বলা ভাল এই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। এই রি-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানার সমস্ত প্রামাণ্য নথি জমা করেন যাতে তাদের ব্যাঙ্কে নিশ্চিত আপডেট পেতে পারেন। এই রি-কেওয়াইসি না করালে জনধন অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত হতে পারে বা অস্থায়ীভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ অগাস্ট ২০২৫ এই প্রকল্পের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘জনধন যোজনার আওতায় সারা দেশে দরিদ্র মানুষের জন্য ৫৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের ক্যাম্প স্থাপিত হয়েছে। আর তাই প্রত্যেক জনধন যোজনার অ্যাকাউন্টহোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি জমা করার অনুরোধ করছি।’