PSU Banks: সাধারণ মানুষকে যে ঋণ দিয়ে থাকে ব্যাঙ্কগুলি, তা অনেক সময়েই যথাযথভাবে পূরণ হয় না ব শোধ হয় না। অনেক ব্যক্তি বা সংস্থা ঋণ সঠিক সময়ে শোধ করেন না। আর তখন ব্যাঙ্কের পক্ষে এই ঋণ পুনরুদ্ধার করা কঠিন (PSU Banks) হয়ে পড়ে। তবে এবার ৫টি সরকারি ব্যাঙ্ক একত্রে এমন একটি কৌশল বের করেছে যেখানে ঋণ পুনরুদ্ধার করা সহজ (Loan Recovery) হয়ে যাবে। এসবিআই, পিএনবি সহ ব্যাঙ্ক অফ বরোদা এবং আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৫ কোটি টাকার কম মূল্যের খুচরো ও এমএসএমই ঋণ পুনরুদ্ধারের জন্য একটি সাধারণ সংগ্রাহক সংস্থা বা এজেন্সি তৈরির পরিকল্পনা করেছে।
ঋণ আদায়ের জন্য যৌথ পদক্ষেপ
সংবাদসূত্রে জানা গিয়েছে রাষ্ট্রায়ত্ত এই পাঁচ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি ফার্ম তৈরি করা হবে যার নাম হবে পিএসবি অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেড। এই ফার্ম গঠিত হবে প্রু অফ কনসেন্টের উপরে এবং পরে আরও অন্যান্য ব্যাঙ্কগুলি এতে যোগ দেবে।
ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের আদলে এই ফার্ম তৈরি হবে যার মূল উদ্দেশ্য হল ব্যাঙ্কগুলিকে মূল ব্যাঙ্কিং কার্যক্রমের উপরে মনোনিবেশে সহায়তা করা। একজন ঋণগ্রহীতা যখন একাধিক ব্যাঙ্ক থেকে টাকা ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে এই ফার্ম ঋণ পুনরুদ্ধারের কাজ করবে।
ঋণ আদায়ের প্রক্রিয়া নিয়মতান্ত্রিক হবে
বর্তমানে মাত্র তিন থেকে চারটি সরকারি ব্যাঙ্ক আটকে থাকা ঋণ আদায়ের কাজ আউটসোর্স করেছে। এই পরিস্থিতিতে এই সংস্থাটি তৈরি হলে ব্যাঙ্কগুলি ক্ষুদ্র ঋণের বদলে আটকে থাকা বড় বড় ঋণখেলাপীদের টাকা উদ্ধারে মনোযোগ দিতে পারবে।
পিএনবি জালিয়াতির মামলা সহ এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ব্যাঙ্ক এই জালিয়াতির কথা জানতে পেরেছে অনেক পরে। এই পরিস্থিতিতে যদি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য একটি পৃথক সংস্থা তৈরি করা যায়, তাহলে ব্যাঙ্কটি বড় বড় ঋণগ্রহীতাদের থেকে টাকা উদ্ধার করার চেষ্টায় মনোনিবেশ করতে পারবে। প্রথমে এসবিআই, পিএনবি ও ব্যাঙ্ক অফ বরোদা সহ মোট ৫টি ব্যাঙ্কের সঙ্গে এই সংস্থা কাজ শুরু করবে এবং পরে এই প্ল্যাটফর্মে আরও অন্যান্য ব্যাঙ্কগুলি যুক্ত হবে।
সম্প্রতি সংবাদসূত্রে জানা যাচ্ছে যে, মুদ্রাস্ফীতি ৪ শতাংশের লক্ষ্যমাত্রার নীচে থাকার কারণে, RBI আগামী শুক্রবার মুদ্রানীতির বৈঠকে আবারও ০.২৫ শতাংশ হার কমাতে পারে। এর ফলে গাড়ির ঋণ কিংবা বাড়ির ঋণে ইএমআই আরও অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে।