কলকাতা: তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ সরাসরি শান্তি আলোচনা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। কিন্তু সূত্রের খবর, এরই মধ্যে রাশিয়ার গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং খারকিভ অঞ্চল সহ কমপক্ষে পাঁচজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই হামলাগুলি ক্রামাটোরস্ক, ইলিনিভকা এবং কুপিয়ানস্কের কাছের গ্রামগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল, যেখানে অবিরাম আক্রমণ চলছে।
সূত্রের খবর, সোমবার পূর্ব ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন বলেছেন, ক্রামাটোর্স্ক শহরে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। যদি রাশিয়ার বাহিনী দোনেৎস্ক অঞ্চলের মধ্য দিয়ে আরও অগ্রগতি করে, তাহলে শহরটি তাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হবে, এমন আশঙ্কাও করেছেন তিনি। ফিলাশকিন বলেন, ইলিনিভকা শহরে আরও দক্ষিণে আরও দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। কুপিয়ানস্কের দক্ষিণে একটি গ্রামে দুই মহিলা নিহত হয়েছেন, যা কয়েক মাস ধরে রাশিয়ার তীব্র আক্রমণের শিকার হচ্ছে। কুপিয়ানস্কের মেয়র গত মাসে বলেছিলেন যে তার শহর ৯০% ধ্বংস হয়ে গেছে।
এদিকে, ইস্তাম্বুলে শান্তি বৈঠকের আগেই রাশিয়ার ভেতর ঢুকে হামলা চালিয়ে ৪০ টি যুদ্ধ বিমান ধ্বংস করেছিল ইউক্রেন। অপারেশন 'ওয়েব' এর মাধ্য়মে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
এই অপারেশন প্রায় দেড় বছর আগে হামলার পরিকল্পনা করা হয়। ট্রাকে করে পাঠানো হয় ড্রোন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা জানিয়েছে অপারেশন ওয়েবে রাশিয়ার বিমান ক্ষেপণাস্ত্রবাহী বহরের ৩৪% ধ্বংস হয়েছে। প্রায় ৭ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের সরকারি সূত্রে খবর। তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
এর আগে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরের কাছে রাশিয়ার গোলাবর্ষণ ও আকাশ হামলায় পাঁচজন নিহত আর উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে ড্রোন হামলায় দু’টি শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ দফার সরাসরি শান্তি আলোচনা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বক্তব্য রাখার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, "উভয় পক্ষই তুরস্কের পক্ষ থেকে নথি বিনিময় করেছে এবং আমরা যুদ্ধবন্দীদের নতুন মুক্তির প্রস্তুতি নিচ্ছি।