Public Provident Fund:  চক্রবৃদ্ধি হারে সুদের জন্য সরকারি এই স্বল্প সঞ্চয় প্রকল্পের (Small Saving Schemes)  ওপর নির্ভর করেন অনেকেই। অবসরে মোটা টাকা (Retirement Planning) হিসাবেও এই অ্যাকাউন্টকে অনেকে ব্যবহার করেন। এবার এই পিপিএফের (PPF) নিয়মেই আসতে চলেছে বদল।  

ভাল বিনিয়োগের বিকল্প হতে পারে পিপিএফপাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ভাল ভবিষ্যতের জন্য একটি ভাল বিনিয়োগের হাতিয়ার। ইনভেস্টাররা এতে অর্থ বিনিয়োগ করে তাদের অবসর গ্রহণের প্রস্তুতি শুরু করে। সম্প্রতি পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশিকাগুলি অপ্রাপ্তবয়স্কদের নামে পোস্ট অফিস, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট এবং জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে এনআরআইদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট সম্প্রসারণ সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তন করেছে।

পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত ৩টি নিয়ম পরিবর্তন করেছে অর্থ মন্ত্রকঅর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত 3 টি নিয়মে পরিবর্তন করেছে। 21 আগস্ট, 2024-এ এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছিল। নতুন নিয়ম 1 অক্টোবর, 2024 থেকে কার্যকর হবে। সার্কুলার অনুসারে, অনিয়মিত ছোট সঞ্চয় অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার ক্ষমতা অর্থ মন্ত্রকের কাছে রয়েছে। তাই এসব সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থ মন্ত্রকে পাঠাতে হবে।

অপ্রাপ্তবয়স্করা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাবেনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলির জন্য নাবালকের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে। এর পর তাকে পুরো সুদের হার দেওয়া হবে। নাবালকের বয়স 18 বছর হওয়ার তারিখ থেকে এই ধরনের অ্যাকাউন্টের ম্যাচুরিটির সময়কাল বিবেচনা করা হবে।

NRI PPF অ্যাকাউন্ট 30 সেপ্টেম্বরের পরে সুদ পাবে নাঅর্থ মন্ত্রকের মতে, যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তবে স্কিমের সুদের হার অনুসারে প্রাথমিক অ্যাকাউন্টকে ধরা হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের টাকা প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এ ছাড়া প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হবে না। NRI PPF অ্যাকাউন্টে, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের মতোই 30 সেপ্টেম্বর পর্যন্ত সুদ দেওয়া হবে। এর পর তারা কোনো সুদ পাবে না।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Senior Citizen Scheme: তিন মাস অন্তর চান ৫০ হাজার টাকা আয় ! এই সরকারি স্কিমে কত টাকা রাখলে পাবেন ?