Internship Offer: পাচ এআই সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ ভাটিয়া এক্স হ্যান্ডলে এক অনন্য অভূতপূর্ব ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা করেছেন যেখানে মাসে ২ লক্ষ টাকা করে বৃত্তি মিলবে। একজন এআই ইঞ্জিনিয়ার ও গ্রোথ ম্যাজিশিয়ান পদের জন্য এই সুযোগ উপলব্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সকলের জন্য উন্মুক্ত এই পদগুলি, এমনকী স্কুলপড়ুয়ারাও চাইলে এই পদের জন্য আবেদন করতে পারেন। কোনও ডিগ্রির দরকার নেই আলাদা করে। আবেদনের পদ্ধতিটিও অদ্ভুত, আগ্রহী প্রার্থীদের ভাটিয়ার পোস্টের নিচেই কমেন্ট করতে হবে।

এই সুযোগ অন্য সমস্ত ইন্টার্নশিপের সুযোগের থেকে এটিকে আলাদা করে একটাই কারণে, এই সুযোগ পেতে হলে কোনও আনুষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই। রিমোট ইন্টার্নশিপ হবে এটি অর্থাৎ কাজ করা যাবে ঘরে বসেই। এতে সারা ভারত জুড়েই আগ্রহীদের মধ্যে কাজের ফ্লেক্সিবিলিটি বজায় থাকবে। লিঙ্কডইনে এই পোস্ট করেছেন সিদ্ধার্থ ভাটিয়া আর এই পোস্টে এসে উৎসাহীদের কমেন্ট করতে হবে। ব্যাখ্যা করতে হবে কেন তাদের নির্বাচন করা উচিত এবং পাচ এআই সংস্থায় কাজ করতে কেন উৎসাহী তারা।

সিদ্ধার্থ ভাটিয়া নামের এই সিইও লিঙ্কডইনের এই পোস্টে লেখেন, ‘কেন আমরা তোমাকে বেছে নেব, আর পাচ এআই-তে তুমি কী নিয়ে কাজ করতে উৎসাহী তা জানাও। অনুগ্রহ করে ডিএম কোরো না।’ আর এর সঙ্গে সমস্ত রেফারেলকে উৎসাহিত করে তিনি লেখেন যে এই পদের জন্য উপযুক্ত কাউকে জোগাড় করে দিতে পারলে তাদের বা তাঁকে একটি আইফোন দেওয়া হবে। উপযুক্ত প্রার্থীদের ট্যাগ করার নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে পাচ এআই একটি হ্যাকাথন আয়োজনের কথাও জানান ভাটিয়া যেখানে বিজয়ীরা ইন্টার্নশিপের অফার পাবেন আর যারা শীর্ষ দশটি স্থান অর্জন করবেন, তারা সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।

লিঙ্কডইনে এই পোস্টে উল্লিখিত লোভনীয় ইন্টার্নশিপের অফার মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়ে পড়ে। মনে করা হচ্ছে সিইওর কৌশল ছিল তাদের সংস্থার নামকে দর্শকদের কাছে পৌঁছানো এবং একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করা। এই পোস্টে লিঙ্কডইনে ইতিমধ্যেই ১০০০ লাইক এবং ৫০০ কমেন্ট এসে পড়েছে। ফলে বোঝাই যাচ্ছে কী চরম প্রতিক্রিয়া তৈরি করেছে এই বিজ্ঞপ্তি। সাধারনত ইন্টার্নশিপে এত বিপুল অঙ্কের বৃত্তি দেওয়ার রীতি নেই ভারতে, আর তাই এই অঙ্ক শুনেই চমকে গিয়েছেন বহু মানুষ।