নয়াদিল্লি: বৃহস্পতিবার কানাডার সারেতে কৌতুকশিল্পী অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় এবং এই নিয়ে এক মাসের মধ্যেই পরপর দু’বার গুলি চলে কপিল শর্মার এই ক্যাফেতে। জানা গিয়েছে সেই রেস্তোরাঁতে ৯-১০ রাউন্ড গুলি চলেছিল। আর এর মধ্যে কমপক্ষে ৬টি গুলি গিয়ে সজোরে আঘাত করে ক্যাফের দেওয়ালে এবং জানালায়। সৌভাগ্যবশত আগের বারের মতই কেউ আহত হননি, কারও কোনও ক্ষতি হয়নি। ভোর সাড়ে চারটের সময় স্থানীয় কেউ কেউ পুলিশে খবর দেন গুলির শব্দ শুনে। এই ঘটনার পরেই ফের হুমকি কপিল শর্মাকে, এবারে দুষ্কৃতীরা তাঁকে একটি ছোট্ট মেসেজ দেন, ‘মুম্বই নেক্সট’। তবে কি মুম্বইকে নিশানা করছে দুষ্কৃতীরা ?

এই গুলি চালানোর ঘটনার পরেই একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে গোল্ডি ধীলন নামের এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের সহযোগী হিসেবে পরিচয় দেন। তিনি নিজে এই গুলি চালানোর ঘটনার দায়ভার গ্রহণ করেন, প্রকাশ্যেই বলেন যে এই ঘটনা তিনিই করিয়েছেন।

ভারতীয় এজেন্সিগুলি যদিও এই পোস্টের সত্যতা অনুসন্ধান করে দেখছে। আর এই তদন্তে দেখা গিয়েছে যে কপিল শর্মাকে ডেকেছিলেন যে দুষ্কৃতীরা, অনেকবার। কিন্তু কপিল এই ডাকে সাড়া না দেওয়ায়, কোনও প্রতিক্রিয়া না দেখানোয় এই কাজ করেছে তারা। এই পোস্টেই কপিল শর্মাকে ফের হুমকি দেওয়া হয় যে এবারে তাদের নিশানা মুম্বই। এর আগে ৯ জুলাই এক দুষ্কৃতী বডি-ক্যামেরা নিয়ে প্রথমবার কপিল শর্মার এই ক্যাফেতে গুলি চালায় এবং পুরো ঘটনাটি রেকর্ড করে। সেই সময় জার্মানির বব্বর খালসা ইন্টারন্যাশনাল গ্রুপের সন্ত্রাসবাদী হর্জিত সিং লাড্ডি এই আক্রমণের দায়ভার গ্রহণ করেন। এই পুরো গুলি চালানোর ঘটনাটি তিনি রেকর্ড করেন এবং সমাজমাধ্যমে পোস্ট করে দেন। সারে এলাকার পুলিশ এই দুবারই গুলি চালানোর সঙ্গে সংশ্লিষ্ট দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বহুদিন ধরেই এই হর্জিত সিং লাড্ডিকে খুঁজে চলেছে।

সমাজমাধ্যমে একটি পোস্টে হর্জিত সিং জানান যে কপিল শর্মার একটি শো-তে নিহং শিখদের পোশাক নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছিল আর তারপর কপিলের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কপিল তাতে সাড়া দেননি। এমনকী কপিল শর্মা প্রকাশ্যে এই বিষয়ে ক্ষমাও চাননি আর তাই তাঁর ক্যাফেতে গুলি চালিয়েছেন তিনি।