PNB Alert: এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, লেনদেন করা যাবে না আর। শনিবার বড় ঘোষণা করল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Alert)। এই ব্যাঙ্ক জানিয়েছে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩ লাখ ২৫ হাজার গ্রাহক কেওয়াইসি জমা করেননি এবং আগামী ১২ অগাস্টের মধ্যে এই কেওয়াইসি জমা না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে গ্রাহকদের অ্যাকাউন্ট। এমনকী ১২ তারিখের মধ্যে এই কেওয়াইসি (KYC Update) না করালে অ্যাকাউন্টে কোনও লেনদেন করা যাবে না আর।


কী জানিয়েছে ব্যাঙ্ক


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে সমস্ত ব্যাঙ্ককেই তাদের গ্রাহকদের তথ্য জমা করতে হয়। গ্রাহকদের জন্য তাই এই কেওয়াইসি করানোটা খুবই জরুরি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি সারা দেশের গ্রাহকদের মধ্যে এরকম ৩ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে দীর্ঘ সময় ধরে কেওয়াইসি আপডেট করানো হয়নি। ৩১ মার্চের মধ্যে এই অ্যাকাউন্টগুলিতে কেওয়াইসি করানো হয়নি। আর তাই এই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি ডেডলাইন নির্ধারণ করেছে যেখানে আগামী ১২ অগাস্টের মধ্যে এই সমস্ত গ্রাহককে অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে নাহলে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, লেনদেন করা যাবে না আর। তবে যে সমস্ত গ্রাহক ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করিয়েছেন, তাদের অ্যাকাউন্টে কোনও সমস্যা হবে না।


কীভাবে আপডেট করবেন কেওয়াইসি


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কের শাখায় সরাসরি যেতে হবে। আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি ইত্যাদি জরুরি নথি নিয়ে ব্যাঙ্কে যেতে হবে আপনাকে। এর জন্য প্যান কার্ড ও আধার কার্ড অবশ্যই দরকার। আর তাছাড়া ঘরে বসে কেওয়াইসি করাতে চাইলে PNB One অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে এই ই-কেওয়াইসি করা সম্ভব।


সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের এমসিএলআর বাড়িয়েছে। এর ফলে এই ব্যাঙ্কের ঋণগ্রহীতারা সমস্যায় পড়তে পারেন। বাড়তে পারে ইএমআই। অন্যদিকে অগাস্টের শুরুতে নির্দিষ্ট কিছু মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হারও বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Multibagger Stock: এই ৭ FMCG স্টকে এক বছরেই দ্বিগুণ হয়েছে বিনিয়োগ, ছাপিয়ে গিয়েছে সূচককেও