কলকাতা: এমন অনেকসময়েই হয় যে, যতই চেষ্টা করা হোক আটকে যায় কাজ। আটকে যায় পাওনা টাকা। মাঝেমধ্যে গ্রহের অবস্থান এমন জায়গায় এসে দাঁড়ায়, অমীমাংসিত কাজ শেষ হয়ে যায় নিমেষে। শনির বিপরীতমুখী চলন নিয়ে অনেকেই ভয় পান। কিন্তু শনির এই চলনের কারণেই কিছু রাশিচক্রে ভাগ্যে দুরন্ত উন্নতি আসে।


জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী শনি এই বছরের ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকবে।  এই পরিস্থিতিতে আটকে থাকা কাজ শেষ করার চেষ্টা করা উচিত। চেষ্টা করলে এই সময় কিছু রাশির জাতকদের জীবনে সাফল্য আসবেই। কোনওরকম চিন্তা না করে কাজ চালিয়ে যাওয়া উচিত। কঠোর পরিশ্রম করলে তার ফল শনি মহারাজ দেবেনই। কোন কোন রাশির এই সময় উন্নতির যোগ রয়েছে?


মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের অর্থ সংক্রান্ত অমীমাংসিত কাজে মনোযোগ দিতে হবে। আটকে থাকা পাওনা বা আটকে থাকা ঋণের জন্য আরও একটু বেশি করে পরিশ্রম করতে হবে এই সময়। আপনার যদি কাজের ক্ষেত্রে কোনও লক্ষ্য দেওয়া থাকে তাহলে তা পূরণ করার চেষ্টা করতে পারেন। পরিশ্রম করলে ফল পাবেনই। 


বৃষ - বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে এই সময় আলস্য ভাব দেখালে চলবে না। অফিস সংক্রান্ত ফাইল বা অন্য কোনও কাজ যা বারবার আটকে যাচ্ছে এবং কোনও কারণে সম্পন্ন হচ্ছে না তা সম্পূর্ণ করার চেষ্টা করুন। 


সিংহ- এই রাশির জাতক-জাতিকাদের এই  সময়টা মামলা-মোকদ্দমায় সক্রিয় থাকতে হবে। আপনি পরাজিত হচ্ছেন মনে হলেও ধৈর্য সহকারে কাজ করতে পারেন। কারণ শেষ মুহূর্তে খেলা ঘুরে যাবে এই সময়। যাঁরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদেরও কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।


তুলা- তুলা রাশির জাতক-জাতিকাদের বোঝাপড়া ক্ষমতা বাড়াতে হবে। যাঁরা উচ্চশিক্ষা, পিএইচডি বা গবেষণা করছেন তাঁরা নিরুৎসাহিত হবেন না। এখন থেকে, এই ১০৪ দিনে আপনার সমস্ত কাজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়টা হতাশা না করার সময়, তাই শুধুমাত্র ইতিবাচক চিন্তা সঙ্গে কাজ করুন.


কুম্ভ - যদি নিজের উন্নতির জন্য নতুন কিছু শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে ১৫ নভেম্বরের আগে সেই কাজ শুরু করুন। বাড়ি-সংক্রান্ত বিষয়ে যে সমস্ত কাজ অমীমাংসিত ছিল তা ধীরে ধীরে শেষ হবে। কাজে গতি সেভাবে না থাকলেও কিছুই আটকে থাকবে না। শনির পিছিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হবেন না, নয়তো সমস্যায় পড়তে পারেন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আপনার আইফোন-ম্যাকবুকে ওত পেতে বিপদ? বাঁচবেন কীভাবে? সতর্কবার্তা কেন্দ্রের