Puspa 2: বক্স অফিসে ধামাকা করছে পুষ্পা ২ (Puspa 2) । শুরুতেই ৮০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে এই সিনেমা। একাই এই সিনেমা করতে ৩০০ কোটি টাকা নিয়েছেন অল্লু অর্জুন (Allu Arjun)। জানেন গত অর্থবর্ষে কত আয়কর (Income Tax) দিয়েছেন এই দক্ষিণের সুপারস্টার।
2023-24 অর্থবর্ষে সর্বোচ্চ করদাতাদের মধ্যে নাম
বক্স অফিসে রেকর্ড ভেঙেই চলেছে পুষ্পা ২। তেলগু সুপারস্টার অল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় এই ছবিটি ব্লকবাস্টার হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। তবে শুধু বড় পর্দায় নয়, দেশের করদাতাদের দৌডেও নিজেকে ওপরের সারিতে তুলে এনেছে দক্ষিণী সুপারস্টার। যে কারণে 2023-24 আর্থিক বছরে সর্বোচ্চ করদাতাদের তালিকায় তাঁর নাম ঢুকে পড়েছে।
ফরচুন ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
সম্প্রতি অল্লু অর্জুন বিনোদন শিল্পের নতুন সুপারহিরো হিসাবে উঠে এসেছেন। তিনি কেবল দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা বাড়াননি, পুষ্পা সিনেমার দৌলতে হিন্দি দর্শকদের কাছেও প্রচুর ভালবাসা অর্জন করেছেন। অল্লু অর্জুন একমাত্র তেলগু অভিনেতা যিনি দেশের শীর্ষ 22 করদাতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন।
অল্লু অর্জুন গত বছর কত ট্যাক্স দিয়েছেন
আল্লু অর্জুন শীর্ষ করদাতাদের মধ্যে 2023-24 অর্থবর্ষে 14 কোটি টাকা কর দিয়েছেন। তার নেট সম্পত্তির মূল্য 460 কোটি টাকা। তবে তিনি একা নন, অল্লু অর্জুনের সঙ্গে মালয়ালম অভিনেতা মোহনলালও গত অর্থবর্ষে 14 কোটি টাকা আয়কর দিয়েছেন।
অল্লু অর্জুন পুষ্প 2-এর জন্য কত টাকা নিলেন
আল্লু অর্জুন পুষ্প 2: দ্য রুল-এর জন্য কোনও পারিশ্রমিক নেননি। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি ছবিটির আয়ের 40 শতাংশ পাবেন। পুষ্প 2 বক্স অফিসে ক্রমাগত একটি বিশাল সাফল্য পাচ্ছে এবং এখনও পর্যন্ত 800 কোটির ক্লাবে প্রবেশ করেছে।
সম্প্রতি জেল হাজতে যেতে হয়েছে অল্লুকে
দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুনকে ১৩ ডিসেম্বর পুলিশ গ্রেপ্তার করে। ১৪ ডিসেম্বর জেলে থাকার পর বেরিয়ে আসেন তিনি। আসলে পুষ্প 2-এর প্রচারের সময় হঠাৎই থিয়েটারে চলে যান অর্জুন। যার ফলে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেই পদপিষ্ট হয়ে সিনেমাহলের বাইরে একজন মহিলা অনুরাগীর মৃত্যু হয়। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা হয়। জেল থেকে বেরিয়ে আসার পরে অল্লু অর্জুন বলেন- তিনি মহিলার মৃত্যুতে শোকাহত এবং ওই পরিবারকে যতটা সম্ভব সাহায্য করবেন।