কলকাতা: বর্তমানে রিলস বানানো একটি নেশার জায়গায় চলে গিয়েছে, যার ভয়ঙ্কর প্রভাব পড়েছে সাধারণ জীবনযাপনে। সেই রিলস বানাতে গিয়েই ভয়াবহ ঘটনা ঘটল এক মহিলার সঙ্গে। রিল তৈরির প্রবণতা কীভাবে ক্রিয়েটরদের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে সেই বিষয় নিয়েও সরব হয়েছে নেট নাগরিকরা। 


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ট্রেন থেকে ঝুলে রিল বানাচ্ছিলেন মহিলা। শরীর ঝুলছে ট্রেনের বাইরে। হঠাৎ ধাক্কা লাগল একটি গাছের ডালে। তারপর এক অদ্ভূত চিৎকার... সংবাদমাধ্যম ‘ডেলিস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। চিনের ওই তরুণী শ্রীলঙ্কা বেড়াতে এসে ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা। 


যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। রেললাইনের ধারের গাছে ধাক্কা খেয়ে যেভাবে পড়ে যান মহিলা, তা নিয়ে সরব হয়েছে নেট নাগরিকরা। সংবাদসংস্থা সূত্রের খবর, বেড়াতে এসে শ্রীলঙ্কায় ট্রেনে চড়েন ওই চিনা মহিলা।  চলন্ত ট্রেনের রেলিং ধরে ঝুলে পড়েন তিনি। তাঁর সম্পূর্ণ শরীর ছিল ট্রেনের বাইরে। আর এভাবে ঝুলে থেকেই রিল বানাতে শুরু করেন। 






আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!


ভাইরাল ভিডিও থেকে এটা বোঝা যাচ্ছে যে তিনি বিপজ্জনকভাবে ট্রেন থেকে ঝুলে ঝুলে রিলস বানাচ্ছিলেন। এমন সময়েই হঠাৎ ধাক্কা লাগল ট্রেনের লাইনের পাশে থাকা একটি গাছে। সেই সময় ট্রেনের গতিও বেশ ভালই ছিল। ধাক্কায় টাল সামলাতে না পেরে সোজা ট্রেন থেক নিচে ছিটকে পড়লেন তিনি। 


সোশাল মিডিয়া থেকেই জানা যায় যে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে। ধাক্কা লেগে ছিটকে গিয়ে একটি ঝোপের মধ্যে পড়েছিলেন তিনি। আহত হলেও প্রাণরক্ষা হয়েছে।                                                                          


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে