Mutual Fund: বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) সম্প্রতি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউজের তদন্ত শুরু করেছে। এই ফান্ড হাউজের (Quant Mutual Fund) বিরুদ্ধে ফ্রন্ট রানিংয়ের অভিযোগ জমা পড়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই কোয়ান্ট ফান্ড হাউজের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় এবং সেবির এই তদন্তের কথা যে সঠিক তা স্বীকার করা হয়। এমনকী সেই বিবৃতিতে জানানো হয় যে বাজার নিয়ন্ত্রক সেবিকে কোয়ান্ট ফান্ড হাউজের পক্ষ থেকে এই তদন্তে সবরকম সহায়তা করা হবে।
ফান্ড হাউজের অফিসও তদন্ত করেছে সেবি
এর আগেও জানা গিয়েছিল যে, সেবি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের (Quant Mutual Fund) বিরুদ্ধে তদন্ত করছে। সেই সংবাদে এও দাবি করা হয়েছিল যে, তদন্তের অংশ হিসেবেই কোয়ান্ট ফান্ড হাউজের অফিসেও খানাতল্লাশি চালিয়েছে সেবি। তবে এই অফিসে তল্লাশি চালানোর ঘটনা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি এখনও। কারণ সেবি এই বিষয়ে কোনও তথ্য জানায়নি পাবলিক ফোরামে। তবে এখন সংস্থা স্বীকার করেছে যে সেবি তাদের উপর তদন্ত চালাচ্ছে।
সংস্থার পক্ষ থেকে বিষয় খোলসা করা হয়
গতকাল রবিবার বিকেলের দিকে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড (Quant Mutual Fund) একটি বিবৃতিতে তাঁর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানায় যে, সেবির কাছ থেকে তারা সম্প্রতি তদন্তের চিঠি পেয়েছেন। ফান্ড হাউজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই প্রসঙ্গে বিনিয়োগকারীদের মতামত ও চিন্তাভাবনা জানানোর কথা বলা হয় সেই বিবৃতিতে। এমনকী বিবৃতিতে এও আশ্বাস দেওয়া হয় যে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড একটি নিয়ন্ত্রিত সংস্থা, তদন্তের স্বার্থে সেবিকে সবরকম সাহায্য করতে থাকবে এই ফান্ড হাউজ। প্রয়োজনীয় সমস্ত তথ্যই সেবিকে দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কোয়ান্ট ফান্ড হাউজ।
সবথেকে দ্রুত বেড়েছে এই ফান্ড হাউজের সম্পদ
২০১৭ সালে সেবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর সন্দীপ ট্যান্ডন এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউজ শুরু করেন। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে এই মিউচুয়াল ফান্ড হাউজের কাছে সঞ্চিত সম্পদের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা, সেখানে তা এখন ৯০ হাজার কোটিতে পরিণত হয়েছে।
কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও
এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অনেক বেশি বিস্তৃত। বিভিন্ন সেক্টরের লার্জক্যাপ, মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলি রয়েছে এই ফান্ডের পোর্টফোলিওতে। এর সেরা হোল্ডিংয়ের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি পাওয়ার, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস, এইচডিএফসি ব্যাঙ্ক, অরবিন্দ ফার্মা, টাটা পাওয়ার কোম্পানি, সেইল, এলআইসি, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া ইত্যাদি।
আরও পড়ুন: Petrol Price Today: সপ্তাহের শুরুতেই স্বস্তি ! ৮ শহরে সস্তা হল পেট্রোল, কলকাতায় দাম কমল ?