Fuel Price: এই বছরের শুরুতে সেই মার্চ মাসে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছিল কেন্দ্র সরকার। লিটারে ২ টাকা হারে দাম কমেছিল পেট্রোল ডিজেলের (Petrol Price Today)। তাতে খানিক স্বস্তি মিলেছিল গ্রাহকদের। তবে তারপর থেকে আর বিশেষ দামে হেরফের দেখা যায়নি। দেশজুড়ে সমস্ত মহানগরগুলিতে একই আছে দাম। আজ সোমবার ২৪ জুন সপ্তাহের শুরুতে দাম (Petrol Diesel Price) খানিক কমে গেল বাংলার ৮ জেলাতে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে হেরফের ঘটার উপরেই দেশে পেট্রোলের দামে হেরফের লক্ষ্য করা যায়, তবে বেশ কিছুদিন ধরে অপরিশোধিত তেলের দাম কমে গেলেও দেশে কমেনি পেট্রোলের দাম।


কর্ণাটকে কিছুদিন আগে লিটারে ৩ টাকা হারে দাম (Petrol Price Today) বাড়ানো হয়েছিল পেট্রোল ডিজেলের। ফলে বেঙ্গালুরুতে যেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৯৯.৮৪ টাকা, সেখানে এখন পেট্রল বিক্রি হচ্ছে ১০২.৮৪ টাকায়। জ্বালানি তেলের উপর বিক্রয় কর বাড়িয়ে দেওয়ার কারণেই তেল বিপণনকারী সংস্থাগুলি দাম বাড়িয়েছে পেট্রোল ডিজেলের।


আজ সোমবার ২৪ জুন দেখে নেওয়া যাক বাংলার কোন জেলায় দাম কমল-


বীরভূমে পেট্রোলের লিটার প্রতি দাম ৮ পয়সা কমে হল ১০৪.৬০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৭ পয়সা কমে হল ৯১.৩৮ টাকা।


কোচবিহারে পেট্রোলের লিটার প্রতি দাম (Petrol Price Today) ৪৯ পয়সা কমে হল ১০৪.৭০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৪৫ পয়সা কমেছে আজ, এখন দাম ৯১.৪৬ টাকা।


দক্ষিণ দিনাজপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ২৬ পয়সা কমে হল ১০৪.০২ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২৪ পয়সা কমে হল ৯০.৮৩ টাকা।


মালদায় আজ ১২ পয়সা কমেছে পেট্রোলের দাম, এখন লিটারে ১০৩.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১১ পয়সা কমেছে, এখন দাম ৯০.৫৬ টাকা।


নদিয়ায় পেট্রোলের দাম (Petrol Price Today) লিটারে ৫৩ পয়সা কমে হয় ১০৪.৯০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৫০ পয়সা কমেছে ৯১.৬৫ টাকা।


পুরুলিয়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০ পয়সা কমে হল ১০৪.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৪২ টাকা।


দক্ষিণ ২৪ পরগণায় পেট্রোলের লিটার প্রতি দাম ৪৯ পয়সা কমে হল ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটারে ৪৫ পয়সা কমে হয়েছে দাম ৯০.৭৬ টাকা।


আরও পড়ুন: Best Stocks To Buy: ৪৯১ তে কিনলে ৫৩০ যেতে পারে, এই দুই স্টক হতে পারে সেরা বাজি