Rakesh Jhunjhunwala: লোকে বলে তাঁর পাহাড়প্রমাণ বিপুল সম্পদের শেষ হয় না। রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর সেই সম্পদের দেখাশোনা করবেন তার বন্ধু, পরামর্শদাতা ও স্টক মার্কেটের অভিজ্ঞ রাধাকিশান দামানি। সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালা ট্রাস্টের প্রধান ট্রাস্টি করা হয়েছে দামানিকে। তিনি ছাড়াও আরও দুই ট্রাস্টি হবেন কল্পরাজ ধরমশি ও অমল পারিখ। বাজারের বিষয়ে যারা খবর রাখেন, তাঁরা জানেন এরাঁ সবাই বিগবুল ঝুনঝুনওয়ালার ঘনিষ্ঠ বন্ধু।


Jhunjhunwala Portfolio: কে রাধাকিশান দামানি ?
রাধাকিশান দামানিও শেয়ার বাজারের অন্যতম অভিজ্ঞ বিনিয়োগকারী। অনেকেই জানেন, অ্যাভিনিউ সুপারমার্টস তার রিটেইল কোম্পানি যা ডি মার্ট স্টোর নামে একটি রিটেইল চেইন চালায়। অ্যাভিনিউ সুপারমার্টে রাধাকিশান দামানির হোল্ডিং প্রায় ১.৮০ লক্ষ কোটি টাকা।


Rakesh Jhunjhunwala: ঝুনঝুনওয়ালার মৃত্যুর পরই এই সিদ্ধান্ত 
গত ১৪ অগাস্ট রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইতিমধ্যেই তাঁর সম্পত্তি দেখাশোনার জন্য একজন ট্রাস্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাকেশ ঝুনঝুনওয়ালা বেশ কয়েকটি তালিকাভুক্ত ও তালিকাবিহীন কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তার কোম্পানি রেয়ার এন্টারপ্রাইজ তার দুই আস্থাভাজন উৎপল শেঠ ও অমিত গয়লা দেখবেন। এই উৎপল শেঠ রাকেশ ঝুনঝুনওয়ালাকে প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের বিষয়ে পরামর্শ দিতেন। তাই অমিত গয়লা বাজারে লেনদেনের দিকে নজর রাখতেন।


Jhunjhunwala Portfolio:
ফোর্বসের মতে, রাকেশ ঝুনঝুনলার সম্পদের পরিমাণ প্রায় ৫.৮ বিলিয়ন ডলার। তিনি সংখ্যার বিচারে দেশের ৪৮তম ধনী ব্যক্তি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে তার বিনিয়োগ প্রায় ৩০,০০০ কোটি টাকা। যার মধ্যে টাইটানের ১০৯৪৫ কোটি টাকা, স্টার হেলথের ৭,০৫৬ কোটি টাকা, মেট্রো ব্র্যান্ডের ৩১৬৬ কোটি টাকা, টাটা মোটরস ১৭০৭ কোটি টাকা ও ক্রাইসিলের ১৩.০৮ কোটি টাকার বিনিয়োগ রয়েছে৷ এর বাইরে তিনি আকাশা এয়ার ছাড়াও বেশ কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন।


Jhunjhunwala Portfolio: এসব কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ঝুনঝুনওয়ালার


ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড
ইন্ডিয়াবুলস রিয়েল এস্টেট লিমিটেড
কানারা ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 
টাইটান কোম্পানি লিমিটেড
টাটা কমিউনিকেশনস লিমিটেড
এসকর্টস লি
অটোলাইন ইন্ডাস্ট্রিজ লি
ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন লিমিটেড
TV18 ব্রডকাস্ট লিমিটেড
এনসিসি লিমিটেড
ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড
প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বিলকেয়ার লিমিটেড
ডিবি রিয়েলটি লিমিটেড
প্রোজোন ইন্টু প্রোপার্টিজ লিমিটেড
জুবিল্যান্ট ফার্মোভা লিমিটেড
ডেল্টা কর্পোরেশন লিমিটেড
নাজারা টেকনোলজিস লিমিটেড
অনন্ত রাজ লিমিটেড
প্রকাশ পাইপস লিমিটেড
ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড
ভিএ টেক ওয়াবাগ লিমিটেড
এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
ওখার্ড লিমিটেড
ডিশম্যান কার্বোজেন অ্যামসিস লিমিটেড
এগ্রো টেক ফুডস লিমিটেড
ক্রিসিল লিমিটেড
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
অ্যাপটেক লিমিটেড
টাটা মোটরস লিমিটেড
ফোর্টিস হেলথকেয়ার লিমিটেড
রেলিস ইন্ডিয়া লিমিটেড
জুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেড
ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স লিমিটেড
টার্ক লিমিটেড
দ্য মান্ধানা রিটেইল ভেঞ্চারস লিমিটেড
করুরবৈশ্য ব্যাঙ্ক লিমিটেড