Motorola Smartphones: ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। আগামী ৮ সেপ্টেম্বর ভারতে এই তিনটি ফোন লঞ্চ করবে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা। জানা গিয়েছে, আসন্ন এই তিনটি স্মার্টফোন মোটোরোলা এজ সিরিজের অন্তর্ভুক্ত হতে চলেছে। মোটোরোলা ইন্ডিয়ার ট্যুইটারে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৮ সেপ্টেম্বর ভারতে ‘এজ’ সিরিজের তিনটে ফোন লঞ্চ হতে চলেছে। মোটোরোলা সংস্থা অবশ্য এটা প্রকাশ করেনি যে কোন কোন মডেলগুলি লঞ্চ হবে। পাশাপাশি শুধু লঞ্চের তারিখ ছাড়া মোটোরোলার এই তিনটি ফোন সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।


 






কোন কোন মোটোরোলা ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে


সম্প্রতি মোটোরোলা মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো ফোন লঞ্চ করেছে চিনে। এর সঙ্গেই চিনে লঞ্চ হয়েছিল মোটো রেজর ২০২২ ফোন। বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করছেন যে, হয়তো এই তিনটি ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।


Motorola Razr 2022- এটি একটি ফোল্ডেবল ফোন। চিনে লঞ্চ হওয়া মোটোরোলার নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির একটি OLED মেন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর পাশাপাশি তুলনায় ছোট একটি আউটার ডিসপ্লেও রয়েছে এই ফোনে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি ৩৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


Moto X30 Pro- এই ফোনেও রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। এছাড়াপ রয়েছে ৬.৭৩ ইঞ্চির ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।


Moto S30 Pro- এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ডিসপ্লে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


আরও পড়ুন- একই দিনে ৭টি ডিভাইস লঞ্চের পরিকল্পনা করছে অ্যাপেল! কী কী লঞ্চের সম্ভাবনা?