Share Market: কেবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, স্টক মার্কেটে এই কোম্পানির সঙ্গে জড়িয়ে রয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) নাম। এবার শেয়ারে বাজারে (Stock Market) আসতে চলেছে কনকর্ড বায়োটেক(Concord Biotech )। শোনা যাচ্ছে, অগাস্টেই IPO আনতে পারে কোম্পানি। 


Stock Market: সেবি-র কাছে খসড়া দাখিল
বেঁচে থাকতে তাঁর গায়ে লেগে ভারতীয় স্টক মার্কেটের বিগ বুলের তকমা। সেই রাকেশ ঝুনঝুনওয়ালা বা ভারতের স্টক মার্কেটের ওয়ারেন বাফেটের সাপোর্ট রয়েছে এই কনকর্ড বায়োটেকে। এবার ঝুনঝুনওয়ালার রেয়ার এন্টারপ্রাইজ সমর্থিত বায়োটেকনোলজি ফার্ম কনকর্ড বায়োটেক বাজারে আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে৷ অগাস্টে শেয়ারবাজারে আইপিও চালু করতে পারে কোম্পানি। শেয়ার বাজার নিয়ন্ত্রক SEBI-র কাছে আপডেট খসড়া পেপার দাখিল করেছে কোম্পানি।


Sensex: কবে নাগাদ আসবে,কত টাকা তুলবে কোম্পানি ?
আশা করা হচ্ছে, কনকর্ড বায়োটেক অগাস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাজারে আইপিও নিয়ে আসতে পারে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে এক বিলিয়ন ডলার তোলার লক্ষ্য নিয়েছে। Concorde Biotech IPO এর মাধ্যমে বাজার থেকে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা তুলতে পারে। IPO-তে থাকা সব শেয়ার বিক্রয়ের জন্য অফারের অধীনে বিক্রি করা হবে। অর্থাৎ কোম্পানির বর্তমান বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করবেন। আইপিওতে নতুন কোনও শেয়ার দেওয়া হবে না।


Nifty: অনেক আগেই দাখিল করা হয়েছিল খসড়া
কনকর্ড বায়োটেক ২০২২ সালের অগাস্টে খসড়া পেপারটি দাখিল করেছিল।  গত বছরের ডিসেম্বরে আইপিও আনার জন্য সেবি থেকে সবুজ সঙ্কেত পেয়েছে কোম্পানি। রাকেশ ঝুনঝুনওয়ালার রেয়ার এন্টারপ্রাইজের ২৪ শতাংশ শেয়ার রয়েছে এতে। খসড়া কাগজ অনুসারে, কোয়াড্রিয়া ক্যাপিটাল ২০ শতাংশ শেয়ারের জন্য ২০১৬ সালে কোম্পানিতে ৪৭৫.৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। নিয়ন্ত্রক ফাইলিং অনুসারে, কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, জেফরিস এবং সিটি এই আইপিওর জন্য বিনিয়োগ ব্যাঙ্ক হিসাবে কাজ করছে।


কোম্পানির প্রোমোটাররা হলেন সুধীর বৈদ্য ও অঙ্কুর বৈদ্য। কোম্পানির ৭০টি দেশে প্রায় ২০০ গ্রাহক রয়েছে। আপনি যদি কোম্পানির আর্থিক পারফরম্যান্সের দিকে তাকান, ২০২০-২১ সালে কোম্পানির আয় ছিল ৬১৬.৯৪ কোটি টাকা, যার উপর লাভ ছিল ২৩৪.৮৮ কোটি টাকা। ২০২১-২২ সালে কোম্পানির রাজস্ব ছিল ৭১২.৯৩ কোটি টাকা যার ওপর ১৭৪.৯২ কোটি টাকা লাভ হয়েছে।


আরও পড়ুন Multibagger Penny Stock: একটি টফির দামে ২টি শেয়ার, আড়াই বছরে ২৮ গুণ দাম বেড়েছে এই মাল্টিব্যাগারের