কলকাতা: প্রত্যেক বছর তিনি নিজের জন্মদিন পালন করেন এই খুদেদের সঙ্গে। কেক, উপহারে, ভালবাসায় মোড়া এই দিনটার জন্য ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) যেন অপেক্ষা করেন গোটা বছর। তবে কেবল জন্মদিন নয়, গোটা বছরের বিভিন্ন বিশেষ দিনগুলো তিনি পালন করতে ছুটে যান এই 'দ্য আইডিয়াল স্কুল অফ ডেফ' (The Ideal School of Deaf) -এর খুদেদের কাছে। তবে এই বছর জন্মদিন উদযাপন কিছুটা দেরি হল শ্যুটিংয়ের কাজের জন্য। আর ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেই ঋতাভরী ছুটে গেলেন তাঁর স্কুলের খুদেদের কাছে। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে দেখা যাচ্ছে, ঋতাভরী ছুট্টে যাচ্ছেন খুদেদের কাছে। স্কুলে গিয়ে সময় কাটাচ্ছেন খুদেদের সঙ্গে। উপহার পাচ্ছেন হাতে আঁকা ছবি। ছোটদের সঙ্গে হাত হাত মিলিয়ে কেক কাটছেন ঋতাভরী। রইল উপহার আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও।


এই ভিডিওটি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'আমি আমার বাচ্চাদের ভীষণ মিস করেছি। নিজের বাচ্চাদের কাছে ফিরে আসার আনন্দ, ভালবাসাটা একেবারে আলাদা রকম। কখনও আমি আমার জন্মদিন ওদের ছাড়া কাটাই না। আমি ইউকে-তে গিয়েছিলাম শ্যুটিংয়ের জন্য। সেই কারণেই এবার ওদের সঙ্গে জন্মদিন কাটাতে দেরি হল। ঋতাভরীর সঙ্গে ছিলেন তাঁর সহকারী মধুজা ও তাঁর বন্ধু রাহুল। 


অন্যদিকে, সদ্য  ওয়েব সিরিজ 'নন্দিনী'-র শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, 'নন্দিনী' তাঁর কাজ করা প্রথম ওয়েব সিরিজ।


সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, সিঁদুর, শাঁখা-পলা পরা গৃহবধূর রূপে। এই সিরিজে ঋতাভরী তুলে ধরবেন, এক মায়ের তাঁর সন্তানকে বাঁচানোর লড়াইয়ের গল্প। তাঁর গর্ভস্থ সন্তানের ত্রুটি আছে এটা বলে তাঁর বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে চায়। কিন্তু সন্তানকে বাঁচাতে চায় স্নিগ্ধা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর লড়াইয়ের গল্প। 


গর্ভবস্থাকে মাথায় রেখে ৯ মাসের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। এর আগে কখনও অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা যায়নি ঋতাভরীকে। তাঁকে এই চরিত্রে কেমনভাবে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই ওয়েব সিরিজের গল্পে, যখন স্নিগ্ধার বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে উদ্যত, তখন একটি ফোন আসে তাঁর কাছে। সেই ফোন যিনি করছেন, তিনি স্নিগ্ধাকে নিজের সন্তান বলে দাবি করেন। রহস্যময় এই ফোন থেকেই স্নিগ্ধা জানতে পারেন, তাঁর গর্ভের সন্তান ত্রুটিমুক্ত। কিভাবে স্নিগ্ধা লড়াই করে তাঁর সন্তানকে জন্ম দেবেস, সেই নিয়েই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প। 


 






আরও পড়ুন: Bengali Serial: সফর শেষ 'ঝিলমিল' স্বস্তিকার, শেষ হচ্ছে ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial