Ratan Tata Rumours Cryptocurrency: কিছুদিন ধরেই ছড়িয়ে পড়ছিল এই খবর। দেশের অন্যতম বিশ্বস্ত শিল্পপতি রতন টাটার সঙ্গে জোড়া হচ্ছিল ক্রিপ্টোকারেন্সির নাম। বলা হচ্ছিল, ক্রিপ্টোতে বিনিয়োগ করেছেন এই শিল্পপতি। শেষে এই খবরের বিষয়ে মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস।
Investment News: ক্রিপ্টো কোনও রতন নয় !
ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগের রিপোর্ট প্রকাশ হতেই আলোড়ন পড়ে গিয়েছিল দেশের বাণিজ্যে মহলে। যদিও সেই টাটা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা আজ জানিয়ে দিলেন, ক্রিপ্টোর কোনও ধরনের কারেন্সির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷
Ratan Tata Investment: ট্যুইটে কী বলেছেন টাটা
৮৫ বছর বয়সী এই শিল্পপতি ট্যুইটে বলেছেন, "আমি নেটিজেনদের সচেতন থাকার জন্য অনুরোধ করছি। কোনও ধরনের ক্রিপ্টোকারেন্সির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।" এই বিষয়ে বিশিষ্ট এই শিল্পপতি জানান, কোনও প্রতিবেদন বা বিজ্ঞাপনে তাঁর সঙ্গে ক্রিপ্টোকারেন্সির যোগের কথা উল্লেখ থাকলে বুঝে নেবেন , সেগুলি সম্পূর্ণ অসত্য। দেশের নাগরিকদের প্রতারণা করার উদ্দেশ্যে ওইগুলি ব্যবহার করা হচ্ছে।
Anand Mahindra On Crypto: এর আগেও ঘটেছে এই ধরনের প্রতারণা
এর আগেও মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রও এই ধরনের ভুয়ো খবরের শিকার হয়েছিলেন। সেই সময় তিনি দাবি করেন, ক্রিপ্টোকারেন্সিতে তাঁর বিনিয়োগের খবরে ব্যাঙ্ক ও বিশেষজ্ঞদের আতঙ্কে ফেলে দিয়েছিল।
Investment News: কী বলা হয়েছিল রিপোর্টে
সেই সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, বিশিষ্ট এই শিল্পপতি নতুন এক বিনিয়োগের জায়গা খুঁজে পেয়েছেন, যা বিনিয়োগকারীদের তিন থেকে চার মাসের মধ্যে কোটিপতি করে তুলতে পারে। সেই সময় মহিন্দ্রাও একই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন, ক্রিপ্টোতে এক টাকাও বিনিয়োগ করেননি তিনি।
বর্তমানে বিশ্বজুড়ে বেড়েই চলেছে ক্রিপ্টো কারেন্সির চল। তবে সাধারণ বিনিয়োগের মতো কাজ করে না এই কারেন্সি। ভারতে বহু বিনিয়োগকারী ইতিমধ্যেই এই ক্রিপ্টোতে বিনিয়োগ করেছে। যদিও বার বার এই ক্রিপ্টো কারেন্সি নিয়ে নেতিবাচক মত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই ধরনের কারেন্সিতে বিনিয়োগ ইনভেস্টারদের মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে। তাই এরকম একটা সময়ে রতন টাটার মতো বিশ্বস্ত নাম ক্রিপ্টোর সঙ্গে জড়িয়ে দিতে চাইছে অনেকেই। যাতে ভারতবাসীর ক্রিপ্টোর ওপর আস্থা বাড়ে।
আরও পড়ুন : New Car Buying Tips: নতুন গাড়ি কিনতে গিয়েও করতে পারবেন সাশ্রয়,জেনে নিন পদ্ধতি