নয়াদিল্লি: বয়সের ফারাক ৫৪ বছর। তাও বন্ধু হয়ে উঠেছিলেন পরস্পরের। শিল্পপতি রতন টাটার সেই বন্ধু, শান্তনু নায়ডু গুরুদায়িত্ব পেলেন এবার। মাত্র ৩২ বছর বয়সে Tata Motors-এর জেনারেল ম্যানেজার তথা Head of Strategic Initiatives নিযুক্ত হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলকে সুখবর দিয়েছেন শান্তনু। সেই সঙ্গে আবেগঘন পোস্ট করেছেন তিনি। 


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম LinkedIn-এ গুরুদায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন শান্তনু। রতন টাটার প্রিয় 'ন্যানো' গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। আবেগঘন পোস্টে তিনি লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে Tata Motors-এ জেনারেল ম্যানেজার, হেড-স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসেবে নিযুক্ত হয়েছি আমি। মনে পড়ছে, নীল প্যান্ট ও সাদা শার্ট পরিহিত বাবার হাত ধরে টাটা মোটর্স প্লান্ট থেকে যখন বাবা ফিরতেন। ওঁর জন্য জানলায় বসে অপেক্ষা করতাম আমি। একটা বৃত্ত সম্পূর্ণ হল আজ'।


শান্তনুর পরিবারের বেশ কয়েক প্রজন্ম Tata গোষ্ঠীর অধীনে কাজ করেছেন। কিন্তু শান্তনু এবং রতন টাটার বন্ধুত্ব বিশেষ করে নজর কাড়ে সকলের। পোষ্যর প্রতি ভালবাসা থেকেই রতন টাটা এবং শান্তনুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তীতে টাটায় যোগদান শান্তনুর, রতন টাটার বিশ্বস্ত হয়ে ওঠা। অসুস্থ অবস্থাতেও শান্তনুর স্টার্টআপের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন রতন টাটা। শান্তনুর একটি সংস্থায়ও মোটা টাকা ঢালেন রতন টাটা।




ছবি: LinkedIn


গতবছর রতন টাটার প্রয়াণের পর খবরের শিরোনামে উঠে আসেন শান্তনু। হাসপাতাল থেকে শেষকৃত্য, সর্বত্র উপস্থিতি ছিল তাঁর। তাঁদের অসমবয়সি বন্ধুত্ব নিয়েও বিস্তর আলোচনা হয়। পরে রতন টাটার উইল যখন সামনে আসে, দেখা যায়, তাতেও নাম রয়েছে শান্তনুর। শান্তনুর সংস্থায় এতদিন যে অংশীদারিত্ব ছিল রতন টাটার, তা ছেড়ে দেন তিনি। বিদেশে পড়াশোনার জন্য যে ঋণ নিয়েছিলেন শান্তনু, তা-ও মিটিয়ে দিয়ে গিয়েছেন রতন টাটা।


রতন টাটার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি উগরে দেন শান্তনুও। জানান, তাঁর জীবনে রতন টাটা ছিলেন 'লাইট হাউসের' মতো। রতন টাটার প্রয়াণে তিনি নিজের গুরুকে হারিয়েছেন, বন্ধুকে ছাড়িয়েছেন। তাঁর জীবনে পাকাপাকি ভাবে এক শূন্যতা রয়ে যাবে। সেই শূন্যতা পূরণ করতে করতেই গোটা জীবন কাটিয়ে দেবেন বলে জানান শান্তনু। ভালবাসার মূল্য শোক দিয়েই চোকাতে হয় বলে বিলাপও করেন তিনি। সেই শান্তনুই এবার Tata গোষ্ঠীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে।