বীরভূম: কেষ্টর জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল ! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল? আড়াই বছরে কিছুই হয়নি, এখন কী এমন হল?', নাম না করে অনুব্রতকে নিশানা কাজল শেখের। 'শান্তিনিকেতনে আদিবাসীদের জমি দখল করে আবাসন। কাজ বন্ধ হওয়ার পরে আবার কী করে সেই কাজ শুরু?', টাকা খরচের তালিকায় জেলা পরিষদের অবনমনেও চক্রান্তের তত্ত্ব। পায়ে হাত প্রণামের সৌজন্য অতীত, ফের বীরভূমে সংঘাতে কেষ্ট-কাজল?
মূলত, ২৮ জানুয়ারি অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের উপর তৃণমূলকর্মীদের হামলার অভিযোগ উঠেছিল।সিউড়ি থানার আইসির উপরে চড়াও হয়েছিল তৃণমূলকর্মীরা বলে অভিযোগ। আইসির কলার চেপে ধমকি, উর্দি ধরে শাসকদলের কর্মীদের টানাটানির অভিযোগ উঠেছিল। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অস্ত্র নিয়ে তাণ্ডব, থামাতে গিয়ে উর্দিই আক্রান্ত হয়েছিল সেদিন।
কিছু দিন আগেও ছবিটা ছিল ভিন্ন। বছরটা ছিল একুশ সাল। মিলন মেলায় সেবার রুপোর মুকুট উপহার পেয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যদিও একুশের সঙ্গে পঁচিশের বিস্তর ফারাক। মাঝে জোয়ারে ভেসেছে অনেক কিছুই। তিহাড় ফেরৎ তৃণমূল নেতাকে স্বমহিমায় ফেরাতে কম চেষ্টা করা হয়নি। কখনও 'বীরভূমের বাঘ' সম্বোধন, কখনওবা 'একনায়কতন্ত্রেই' কায়েম রাখার চেষ্টা। কিন্তু যত কিছুই হোক, মাঝের বছরগুলিতে এক ফসলি জমির তত্ত্ব ওড়ানোর চেষ্টায়, কোন্দল এসেছে প্রকাশ্যেই। আর এবার নতুন বছরেপা দিয়েই সম্প্রতি বদলে গিয়েছিল ছবি। নানুরের বাঁসাপাড়ার মিলন মেলায় কাজল শেখকে পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট উপহার দিয়েছিল থুপসারা অঞ্চল কমিটি।
গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেসময় একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও তিহাড় জেল থেকে ফেরার পর পরিস্থিতি পুরোটাই অন্য ছিল। সেটা বুঝতে পেরেই কি ঝটপট সভা করেছিলেন অনুব্রত ? সেই প্রথম সভাতেই সবাইকে স্পষ্ট একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
অনুব্রতর কথায়,' কোনও হানাহানি করবেন না। কোনও ঝগড়া ঝাঁটি করবেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। পাশে ডেকে নিন। কাছে টেনে নিন। তাতেই ভাল হবে। দলটা আরও বৃদ্ধি পাবে।' তবে সেবার অনুব্রতর সেই কর্মসূচিতে দেখা যায়নি বীরভূমের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখকে। আরও লক্ষ্য করলে দেখা যায়, একইভাবে কাজলের বিজয়ার কর্মসূচিতে দেখা যায়নি অনুব্রতকেও। এখানেই শেষ নয়, উল্লেখ্য ওই কর্মসূচির কোনও ব্যানারে অনুব্রতর ছবির দেখা মেলেনি।
আরও পড়ুন, শাশুড়িকে সঙ্গে নিয়ে মাদকের ব্যবসা ! টাকার পাহাড়ের হদিশ বারুইপুরে, শ্রীঘরে জামাই..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)