কলকাতা: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর টাকা রাখা যাবে না। এমনকি এর ওয়ালেটেও টাকা রাখা বা তোলা বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের থেকে ২৯ ফেব্রুয়ারির পর আর কোনও টাকা নিতে পারবে না সংস্থা। ৩১ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দিনের পর দিন অনিয়মের অভিযোগে পেটিএম-এর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল শীর্ষ ব্যাঙ্ক। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএম-এর মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনকে সময় বেঁধে দিয়েছে আরবিআই।


কেন পেটিএম-এর বিরুদ্ধে ব্যবস্থা ?


শীর্ষ ব্যাঙ্কের তরফে এর আগেও সতর্ক করা হয় পেটিএম-কে। ২০২২ সালে পেটিএমকে আরবিআই নির্দেশ দিয়েছিল নতুন করে কোনও গ্রাহক রেজিস্ট্রেশন করা যাবে না। তার পরও দিনের পর দিন অডিটে বেশ কিছু বেনিয়ম করেছে পেটিএম। সিস্টেম অডিট রিপোর্ট ও বাহ্যিক হিসাবরক্ষকদের অডিটে তা ধরা পড়েছে।


সেই বেনিয়মের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল আরবিআই। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৩৫এ ধারার অধীনে এই পদক্ষেপ নিল শীর্ষ ব্যাঙ্ক। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে  পেটিএম-এর উপর বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


কী কী পদক্ষেপ পেটিএম-এর বিরুদ্ধে ?



  • চলতি বছরের ২৯ ফেব্রুয়ারির পর গ্রাহকদের অ্যাকাউন্টে কোনও রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। 

  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডে কোনওরকম টপ-আপ ভরা যাবে না।

  • পেটিএম-এ সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে পারবে গ্রাহকরা। 

  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডের ক্ষেত্রেও একই অধিকার থাকবে গ্রাহকদের।

  • টাকা তোলার সময় কোনওরকম বাধা দিতে পারবে না পেটিএম কর্তৃপক্ষ।

  • ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারির পর এনইএফটি, আইএমপিএসসহ কোনওরকম ফান্ড ট্রান্সফার পরিষেবা দিতে পারবেনা পেটিএম। শুধুমাত্র গ্রাহকদের নিজের টাকা তোলার পরিষেবা চালু রাখতে হবে।

  • ওয়ান৯৭ কমিউনিকেশনের সমস্ত নোডাল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারির আগেই এই পদক্ষেপ নিতে হবে।

  • এছাড়াও, কোনও কারণে আটকে থাকা সমস্ত লেনদেন মিটিয়ে ফেলার জন্য পেটিএমকে ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছে আরবিআই।


গ্রাহকদের কী কী সমস্যা 


২৯ ফেব্রুয়ারির পর এই পরিষেবাগুলি আপনার ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হবে। অর্থাৎ



  • অ্যাকাউন্টে কোনও রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। 

  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডে কোনওরকম টপ-আপ ভরা যাবে না।

  • সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে হবে ২৯ ফেব্রুয়ারির আগে।

  • পেটিএম-এর তরফে কোনওরকম ফান্ড ট্রান্সফারের পরিষেবা পাবেন না।


আরও পড়ুন - Real Estate Budget 2024: পরিবেশ বান্ধব নির্মাণে কি জোর দেবে কেন্দ্র ? ২০২৪-এ রিয়েল এস্টেট বাজেট কেমন ?