RBI Fine: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ফিনটেক সংস্থা ফোনপে-র উপর মোটা জরিমানা আরোপ করা হয়েছে। মোট ২১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ফোনপে-কে। জানা যাচ্ছে প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট সম্পর্কিত কিছু নিয়ম কানুন (PhonePe) না মানার অপরাধেই এই জরিমানা করা হয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক (RBI Fine) জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।

কেন জরিমানা দিতে হবে ফোনপে-কে ?

সংস্থা পরিদর্শন ও চিঠিপত্রের ভিত্তিতে সংস্থাটিকে একটি নোটিশ জারি করা হয়েছিল এবং কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল। বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা ফোনপে এর উত্তর ও অতিরিক্ত তথ্যাদি জমা করার পরে কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সংস্থার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য বলে মনে করে এবং এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়।

রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে যে বেশ কয়েকবার সংস্থার এসক্রো অ্যাকাউন্টে ব্যালান্স প্রিপেইড পেমেন্ট প্রোডাক্ট ও ব্যবসায়ীদের প্রদেয় পরিমাণের থেকে অনেকটাই কম ছিল। এই ঘাটতি সময়মত আরবিআইকে জানানো হয়নি। তবে এই জরিমানাটি কেবলমাত্র নিয়ন্ত্রক সম্মতির ত্রুটির উপর ভিত্তি করেই আরোপ করা হয়েছে, সংস্থার সঙ্গে গ্রাহকদের লেনদেন বা চুক্তির বৈধতার উপরে এই জরিমানা কোনও প্রভাব ফেলবে না।

আগেও নিয়ম লঙ্ঘন হয়েছে

নির্দেশিকা অনুসারে ফোনপে-র মত সমস্ত নন ব্যাঙ্কিং ইস্যুকারীকে এসক্রো ব্যালেন্সে কোনও ঘাটতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে রিজার্ভ ব্যাঙ্কের পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস (DPSS) বিভাগকে জানাতে হবে। নিয়ম অনুসারে দিনের শেষে এসক্রো অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স বকেয়া প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (পিপিআই) ও মার্চেন্টদের কাছে প্রদেয় পেমেন্টের মূল্যের চেয়ে কম হওয়া উচিত নয়।

উল্লেখ্য যে আরবিআই ইতিমধ্যেই ফোনপে-র উপর জরিমানা আরোপ করেছে। ২০১৯ সালে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্কিত নিয়ম না মানার অপরাধে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। আর ২০২০ সালে নিয়ন্ত্রক নিয়ম লঙ্ঘনের জন্য ১.৩৯ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। এর আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান শ্রীরাম ফিনান্সের উপরে কয়েক লক্ষ টাকার জরিমানা আরোপ করেছিল। এইচডিএফসি ব্যাঙ্কের উপরে ৪.৮৮ লক্ষ টাকা এবং শ্রীরাম ফিনান্স সংস্থার উপরে ২.৭০ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে।