গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা। ফের একবার রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস মাটির ৩৯ কিলোমিটার নিচে।
ইউএসজিএস অনুসারে, কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে ৩৯.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রেক তরফে সতর্ক করে বলা হয়েছে, এই কম্পন কিন্তু আগামী বিপদের ইঙ্গিত। মাটির নিচে বিপজ্জনক আন্দোলনের ধাক্কা লাগতে পারে রাশিয়ার উপকূলে। ইউএসজিএস প্রথমে ভূমিকম্পটির তীব্রতা ৭.৫ বলে জানানো হয়েছিল প্রথমে। পরে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪।
জুলাইয়ের শুরুতে, কামচাটকা উপদ্বীপ কেঁপে উঠেছিল ভয়ঙ্কর ধাক্কায় । হাল আমলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে একটি ছিল সেই ভূকম্পন। এর ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে ২৫ ফুট উঁচু সুনামি তৈরি হয় । জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করে সুনামির ঢেউ। পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ এবং ভানুয়াতুতেও সুনামি সতর্কতা জারি করে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। চিন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় বড় ঢেউ দেখা যায়। সেদিন রিখটার স্কেলে মাত্রা ছিল ৮.৮ । ২০১১ সালে ৯.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। যার ফলে সুনামিতে ১৫,০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন।