Business News: কোটি-কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালাতে পারবে না প্রতারকরা ! আগেই ব্যবস্থা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। দেশের আর্থিক স্থিতি স্বাভাবিক রাখতে এবার ব্যাঙ্কগুলিতে নতুন নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank)।
কী নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বলেছে, 1 অক্টোবর থেকে ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলিকে খুচরো এবং এমএসএমই মেয়াদি ঋণের জন্য ঋণগ্রহীতাদের সব তথ্য জমা দিতে হবে। এতে ঋণের সুদ ও অন্যান্য খরচসহ ঋণের নথি (কেএফএস) সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। RBI বিবৃতিতে আরও বলেছে, ঋণের জন্য KFS-এর নির্দেশিকাগুলিকে বাস্তবসম্মত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহজ ভাষায় KFS বলতে বোঝায়, এর পিছনে কোনও ব্যক্তিকে ঋণ দেওয়ার মূল ভিত্তি তা বুঝতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই চুক্তির ওপর ভর করেই কোনও ঋণগ্রহীতাকে টাকা দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কী বাধ্যতামূলক করেছে ব্যাঙ্কবর্তমানে, ঋণ চুক্তি সম্পর্কে সব তথ্য প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষত বাণিজ্যিক ব্যাঙ্কগুলি প্রদত্ত ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য আরবিআই-এর আওতায় আসা ইউনিটগুলির ডিজিটাল ঋণ এবং ছোট পরিমাণের ঋণ দিয়ে থাকে।
আরবিআই কী বললএই ধরনের ঋণে স্বচ্ছতা বাড়াতে আরবিআই-এর আওতাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রোডাক্ট সম্পর্কিত তথ্যের অভাব দূর করার জন্য এটি করা হয়েছে। এর মাধ্যমে, ঋণগ্রহীতারা আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এই নির্দেশ RBI-এর নিয়ন্ত্রণাধীন সমস্ত ইউনিট (REs) খুচরো ও MSME মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, "আর্থিক প্রতিষ্ঠানগুলি যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশিকাগুলিকে কার্যকর করার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷ 1 অক্টোবর, 2024 তারিখে বা তার পরে পাস করা সব নতুন খুচরো ও MSME মেয়াদি ঋণের ক্ষেত্রে কোনও পরিবর্তন ছাড়াই নির্দেশিকাগুলি বহাল থাকবে৷ এরফলে বর্তমানে গ্রাহকদের দেওয়া নতুন ঋণের ক্ষেত্রেও এটি অক্ষরে অক্ষরে অনুসরণ করা হবে।
কী নতুন নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক বলেছে , এবার থেকে থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে আরবিআই-এর আওতাধীন ঋণ গ্রহণকারী সংস্থাগুলি থেকে সংগৃহীত বিমা এবং আইনি ফিগুলির (এপিআর) অংশ হবে। এটি আলাদাভাবে প্রকাশ করতে হবে।
এর পাশাপাশি আরবিআই আরও বলেছে, যেখানেই এই ধরনের চার্জ পুনরুদ্ধারের সঙ্গে RE জড়িত থাকে,সেই ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি অর্থপ্রদানের রসিদ এবং সম্পর্কিত নথি ঋণগ্রহীতাদের সরবরাহ করা হবে।
এর বাইরে ঋণগ্রহীতার স্পষ্ট সম্মতি ব্যতীত ঋণের মেয়াদে যেকোনও পর্যায়ে KFS-এ উল্লিখিত ফি বা চার্জ ধার্য করা যাবে না। তবে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রাপ্ত পরিমাণ সংক্রান্ত বিধানগুলিতে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
Gold Rate Today: মঙ্গলে কি স্বস্তি পেলেন গ্রাহকরা ? সোনার দাম আজ বাড়ল না কমল ?