Punjab National Bank: রিজার্ভ ব্যাঙ্ক এবার এই ব্যাঙ্কের উপর জরিমানা ঘোষণা করল। শুধু একটি ব্যাঙ্ক নয়, মোট ৫টি ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে তালিকার শীর্ষেই আছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক (RBI Penalty) মোট ১.৩১ কোটি টাকার জরিমানা ঘোষণা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) উপর। আর এই ব্যাঙ্ক এই নিয়ে পঞ্চম ব্যাঙ্ক হতে চলেছে যার উপর জরিমানা আরোপ করল RBI।


অন্য আরও ব্যাঙ্কগুলির মধ্যে আছে গুজরাত রাজ্য কর্মচারী কো অপারেটিভ ব্যাঙ্ক, বিহারের মধুবনীর দ্য রোহিকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মুম্বইয়ের ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গের দ্য ব্যাঙ্ক এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। বিগত ৩ জুলাই ২০২৪ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপর নন-কমপ্লায়েন্সের কারণে জরিমানা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক। 'লোনস অ্যান্ড অ্যাডভান্সেস স্ট্যাটুটরি অ্যান্ড আদার রেস্ট্রিকশনস' এই বিধি অনুসারে এই জরিমানা আরোপ করা হয়েছে ব্যাঙ্কের উপর। মোট ১ কোটি ৩১ হাজার ৮০০ টাকার জরিমানা করা হয় এই ব্যাঙ্কের উপর। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৪৭ এ ধারার ১(সি) এবং ৪৬ ধারার (৪), (১) এবং ৫১ নং ধারা অনুসারে এই জরিমানা আরোপ করা হয়েছে।


মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ কেওয়াইসি না থাকার অপরাধেই এই জরিমানা করা হয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুটি এমন সরকার-অধিকৃত সংস্থাকে ঋণ দিয়েছে যারা সরকারি তরফে রিইমবার্সমেন্ট হলে ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও পাবলিক সেক্টরের ঋণদাতা অ্যাকাউন্টগুলিতে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সময় প্রাপ্ত ঋণগ্রহীতার কেওয়াইসি রেকর্ড সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে এই ব্যাঙ্ক।


এর আগে মে মাসে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে কেন্দ্রীয় ব্যাঙ্কের বহু নিয়মবিধি লঙ্ঘন করার জন্য জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। আর এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের উপর ৯১ লক্ষ টাকা ও আইসিআইসিআই ব্যাঙ্কের উপর ১ কোটি টাকার জরিমানা ধার্য করেছিল। আরবিআই দেখেছে যে এর আগে ২০২২ সালে এভাবেই বেশ কয়েকবার নিয়ম লঙ্ঘন করেছিল ইয়েস ব্যাঙ্ক। জানা গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ঠিকমত যাচাই না করে তদন্ত না করেই বেশ কিছু ক্ষেত্রে ঋণ দিয়েছে। আর সেই জন্যেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই ব্যাঙ্ক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।